সোমবার   ২০ মে ২০২৪   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১   ১২ জ্বিলকদ ১৪৪৫

‘ক্যাচ’ ধরে গিনেস বুকে নাম লেখাল মার্কিন কিশোর

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১১:১৬ এএম, ২৬ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার

ক্রিকেট খেলায় হাই ক্যাচ ধরা বেশ কঠিন। ব্যাটারদের আকাশে তোলা শটে বল কখনও কখনও ২৫-৩০ মিটার উপরে উঠে যায়। দক্ষ ফিল্ডার না হলে সেই বল ক্যাচ ধরা মুশকিল। ক্রিকেট বল তো কঠিনই এমনকী তুলনায় নরম আর হালকা টেনিস বলও ধরা চাপের। ভাবুন তো, মাটি থেকে ১০০ মিটার উপর থেকে টেনিস বল ফেললে কেমন হবে? ধরতে পারবেন? 

নিউইয়র্ক শহরের এক টিনেজার ১০০ নয়, ১৪৩.১০ মিটার উপর থেকে ফেলা বল ক্যাচ ধরেছে। আর এই ক্যাচ ধরে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে।

৪৬৯.৫ ফুট অর্থাৎ ১৪৩.১০ মিটার উঁচু থেকে ফেলা টেনিস বল ক্যাচ ধরেছে ক্যামেরন হেইনিগ। এই বল ফেলা হয়েছিল ড্রোন থেকে। ক্যামেরন এবং তার বন্ধু জুলিয়ান, যে কি না দক্ষ ড্রোন পাইলট, গত দুটো গ্রীষ্ম অসম্ভবকে সম্ভব করার কাজে নিরলস প্রচেষ্টা চালিয়েছে। তার ফল মিলল অবশেষে। গিনেস বুকে রেকর্ড করতে গিয়ে একবারে সাফল্য আসেনি। প্রথম দু’বার হাত ফসকে বেরিয়ে গিয়েছে বল। তিনবারের চেষ্টায় রেকর্ড হল।

এত উঁচু থেকে নেমে আসা বলের গতিবেগ মাধ্যাকর্ষণ বলের প্রভাবেই প্রবল হয়, যাকে ত্বরণ বলে। তা ক্যাচ ধরতে গেলে হাতে ব্যথা লাগাই স্বাভাবিক। কিন্তু আশ্চর্যজনকভাবে ক্যামেরন জানিয়েছে, তার কিন্তু সেরকম বেদনা অনুভূত হয়নি। প্রসঙ্গত, এর আগে এই রেকর্ড ছিল ৭৫.৪ ফুটের।