সোমবার   ২০ মে ২০২৪   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১   ১২ জ্বিলকদ ১৪৪৫

শারদীয় উৎসবে ষষ্ঠী

আজ দেবী দুর্গার আরাধনা

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:০৬ এএম, ২১ অক্টোবর ২০২৩ শনিবার


 
আজকাল রিপোর্ট-
ষষ্ঠী পূজার মধ্যদিয়ে আজ (শুক্রবার) থেকে শুরু হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। ষষ্ঠী তিথিতে দেবী দুর্গাকে বিল্ল নিমন্ত্রণ পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু হবে।
তিথী, নক্ষত্র ও বিধান অনুযায়ী আজ মহাষষ্ঠী। কল্পারম্ভে ঘট স্থাপন, অকালবোধন, অধিবাস শেষে আমন্ত্রণ জানানো হবে দেবীকে। ঢাক-ঢোল আর কাঁসার বাদ্যে আজ থেকেই শুরু হলো দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। এক বছর পর ধরণীতে মায়ের আগমণে নিউইয়র্কবাসী পূজার উৎসবে মেতে উঠবে।  
কাল শনিবার সপ্তমী তিথীতে নবপত্রিকা স্নান ও সিদ্ধিদাতা গণেশের পাশে কলাবউ স্থাপন করা হবে। এই দিনেই প্রাণ সঞ্চার করা হবে দেবীর মৃন্ময়ীতে। মহা অষ্টমী তিথিতে সনাতনী নারী-পুরুষ, শিশু-কিশোর-বৃদ্ধ সকলে মিলে দেবীকে পুষ্পাঞ্জলি দেবে। এইদিনই হবে সন্ধীপূজা। মাতৃরূপে কুমারী কন্যাকে জীবন্ত প্রতিমা কল্পনা করে জগজ্জননীর উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করে হবে ‘কুমারী পূজা’। শাস্ত্রমতে, এদিন পূজিত কুমারী কন্যার নামকরণ করা হয় দেবীর ৬ষ্ঠ রূপ ‘উমা’। এরপর ২৩ অক্টোবর মহানবমী ও ২৪ অক্টোবর মহাদশমী। আগামী ২৪ অক্টোবর মহা দশমীতে দেবীকে বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে দুর্গাপূজা। এবার দেবীর আগমণ ও গমণ ঘোটকে (ঘোড়া)।
গত ১৪ অক্টোবর মহালয়ার পিতৃপক্ষের সমাপ্তিতে দেবী পক্ষেও সূচনা হয়ে। এই উৎসবকে ঘিরে নিউইয়র্কের বিভিন্ন মন্ডব ও মিলনায়তন বর্ণিল সাজে সেজে উঠেছে। পূজা উপলক্ষে থাকছে বিভিন্ন বিনোদন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। সাজসজ্জাসহ পূজার প্রস্তুতি শেষে আজ নিউইয়র্কের সনাতন ধর্মাবলম্বীরা ভক্তি সহকারে মাকে বরণ করে নেবে। ইতিমধ্যেই রঙের আঁচড়ে বর্ণিল সাজে সেজে মন্ডপে উঠেছে দেবী দূর্গা, স্বরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গনেশ, অসুরসহ অন্যান্যা প্রতীমা।
এবার নিউইয়র্কে যেসব সনাতন ধর্মীয় প্রতিষ্ঠান পূজার আয়োজন করেছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলোÑ বাংলাদেশ সেবা সংঘ নিউইয়র্ক ২৩ ও ২৪ অক্টোবর জ্যামাইকার তাজ মহল পার্টি হলে, সনাতন সেবাশ্রম ফাউন্ডেশন ২০ থেকে ২৪ অক্টোবর কুইন্স ভিলেজের মহাকালী মন্দির, ২০ থেকে ২৩ অক্টোবর জ্যামাইকার বাবা বালকনাথ মন্দিরে উত্তর আমেরিকা হিন্দু কল্যাণ সংঘ, ২০ থেকে ২৪ অক্টোবর ব্রুকলিনে শ্রী শ্রী গৌর নিতাই মন্দির এবং বাংলাদেশ বেদান্ত সোসাইটি এনওয়াই, ২১ ও ২২ অক্টোবর জ্যামাইকার তাজমহল, জ্যামাইকার মহামায়া মন্দিরে ২০ থেকে ২৩ অক্টোবর, আমেরিকা বাঙালী হিন্দু কল্যাণ ফাউন্ডেশন ও শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ ইউএসএ ২০ থেকে ২৩ অক্টোবর, জামাইকার শ্রীকৃষ্ণ মন্দিরে ১৯ থেকে ২৩ অক্টোবর, দেবালয় তাদেন পূজা করবে বেলরুজের দেবালয় মন্দিরে ও বেঙ্গলী ফাউন্ডেশন অব নিউইয়র্ক জ্যামাইকার লির্বাটি এভিনিউতে ২০ থেকে ২৩ অক্টোবর, বেঙ্গলী ক্লাব ইউএসএ ২০ থেকে ২৩ অক্টোবর জ্যাকসন হাইটসে, হরিচাঁদ গুরুচাঁদ আন্তর্জাতিক মতুয়া মিশন রিচমন্ড হিলে ২০ থেকে ২৪ অক্টোবর, ২০ থেকে ২৪ অক্টোবর সার্বজনীন পূজা উদযাপন পরিষদ ইউএসএ দিব্যধাম সেবাশ্রম মন্দিরে, ২০ থেকে ২৪ অক্টোবর ব্রুকলিনে শ্রী শ্রী রাধা মাধম মন্দির এবং বাংলাদেশ পূজা সমিতি অব নিউইয়র্ক ৪ ও ৫ নভেম্বর সার্বজনীন শারদীয়া দুর্গোৎসবের আয়োজন করেছে।
আজ ২০ অক্টোবর মহাষষ্ঠী, ২১ অক্টোবর সপ্তমী, ২২ অক্টোবর মহাষ্টমী ও কুমারীপূজা, ২৩ অক্টোবর মহানবমী এবং ২৪ অক্টোবর বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে দূর্গা উৎসব।
পূজা উপলক্ষে মন্দিরে মন্দিরে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।