রোববার   ১৪ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৯ ১৪৩২   ২১ রবিউল আউয়াল ১৪৪৭

পুতিন ও হামাসে পার্থক্য নেই, জাতির উদ্দেশে ভাষণে বাইডেন

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৬:০২ পিএম, ২০ অক্টোবর ২০২৩ শুক্রবার

জাতির উদ্দেশে পূর্ব নির্ধারিত ভাষণে ইসরায়েল ও ইউক্রেনের প্রতি জোরালো সমর্থনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস একই সুতোয় গাঁথা বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার ওয়াশিংটনের ওভাল অফিস থেকে ভাষণে বাইডেন বলেন, ‘হামাস গোষ্ঠী ও পুতিন আলাদা হামলার প্রতিনিধিত্ব করে। কিন্তু তাদের নৈতিকতা একই। উভয়ই প্রতিবেশীর গণতন্ত্রকে পুরোপুরি ধ্বংস করতে চায়।’

তিনি দাবি করেছেন, প্রকৃত অর্থে বিশ্ব মানচিত্রে একটি রাষ্ট্র হিসেবে ইউক্রেনের অবস্থান মেনে নিতে চান না পুতিন। তাকে থামানো না গেলে শুধু ইউক্রেনেই নিজেকে সীমাবদ্ধ রাখবেন না।

ইসরায়েল ও ইউক্রেনের সফলতা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। 

মধ্যপ্রাচ্য সংকট নিয়ে বাইডেন বলেন, ‘চলমান সংঘাত গাজা-ইসরায়েল ছাড়িয়ে বিশ্বের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে। ফলে যুক্তরাষ্ট্র ও মিত্ররা মধ্যপ্রাচ্যের জন্য উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে কাজ করছে।’

গত ৭ অক্টোবর সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালায়। ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে তেল আবিব সফর শেষে বুধবার যুক্তরাষ্ট্রে ফিরে যান তিনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।