শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

প্রিয়া প্রকাশ ও রোশনের নতুন টিজার ‘মুন্নালে পুন্নালে’

বিনোদন ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:৪৭ পিএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

গত ১৩ ফেব্রুয়ারি  ইউটিউবে কিশোর প্রেম নিয়ে ওমর লুলুর মালায়লম চলচ্চিত্র ‘উরু আদার লাভ'-এর ‘মানিকিয়া মালারইয়া’র ভিডিওপ্রকাশের পর সামজিক মাধ্যমে ঝড় উঠেছিল।

বিতর্ক, মামলার পাশাপাশি রাতারাতি গোটা বিশ্বে রেকর্ড ছোঁয়া জনপ্রিয়তা পেয়ে যান দক্ষিনী অষ্টাদশী প্রিয়া প্রকাশ ওয়ারিয়র।

বৃহস্পতিবার প্রকাশিত হল ছবিটির নতুন একটি মিউজিক্যাল টিজার।‘মুন্নালে পুন্নালে’ শিরোনামের নতুন এই টিজার প্রকাশের পর ফের আলোচনায় এসেছে প্রিয়া এবং তার সহশিল্পী রোশন আবদুল রউফ।

১ মিনিটের এই মিউজিক্যাল টিজার 'মুন্নালে পুন্নালে’তে ফের মন মজিয়েছেন প্রিয়া ও রোশনের রসায়ন।

হিন্দুস্তান টাইমস সূত্রে জানা যায়, 'মুন্নালে পুন্নালে' গানটির কথা লিখেছেন পারলে মানে এবং সুর দিয়েছেন শান রেহমান। এই টিজারেই ঘোষণা করা হয়েছে ছবিটি মুক্তি পাচ্ছে এই সেপ্টেম্বরেই।

মালায়লম ছাড়াও তামিল এবং হিন্দি ভাষাতেও মুক্তি পাবে ‘উরু আদার লাভ'।