শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

মুক্তির প্রথম দিনেই রেকর্ড আয় ‘সাঞ্জু’র

বিনোদন ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:৪৬ পিএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

নিজেকে সঞ্জয় দত্তের আদলে তৈরি করতে কি না করেছেন রণবীর কাপুর। দিনের পর দিন নিজেকে ভেঙেছেন, গড়েছেন। টানা তিন মাস প্রতিদিন পাঁচ-ছয় ঘণ্টা মেকআপে বসে নিজেকে সঞ্জয়ের লুক দিতে একটুও দ্বিধা করেননি। তবু, মনঃপুত হচ্ছিল না নির্মাতা রাজকুমার হিরানি’র, কিন্তু এখন উচ্ছ্বসিত তিনিও। 

নিউজ এইটিন ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে হিরানি বলেন, “ছেলেটাকে সবার মতো লাগত, শুধু সঞ্জয়ের মতোই লাগত না। তিন মাস শেষে একদিন মেকাপের পরে ও যখন আমার রুমে ঢুকল, ওকে দেখে তো আমি থ! জলদি ছবি তুলে সঞ্জয়কে পাঠালাম। সে জবাব দিল, ‘আমার ছবি আমাকেই কেন পাঠাচ্ছ?’ তখনই বুঝে যাই, ঠিক পথেই আছি।”

বলিউডের তুমুল জনপ্রিয় নায়ক সঞ্জয় দত্তের বায়োপিক নির্মাণে এমনই কষ্ট করেছেন চলচ্চিত্রটির পুরো টিম। টানা ২৫ দিন সঞ্জয় দত্তের সাথে বসা, দুইশ’ ঘণ্টার বেশি রেকর্ডিং, সেখান থেকে সাড়ে সাতশ’ পাতার ‘ট্রান্সক্রিপ্ট’র ফলাফল ‘সাঞ্জু’।

মুক্তির আগের দিনই পাইরেসির কবলে পড়ল চলচ্চিত্রটি। সোশ্যাল মিডিয়ায় অনেকেই ছবিটির ডাউনলোড লিঙ্কের স্ক্রিনশট শেয়ার করেছেন। টুইটারে এক ব্যক্তি দাবি করেছেন, ছবিটির এইচডি প্রিন্টও ফাঁস হয়ে গেছে। এতে চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে ক্ষতির সম্মুখীন হবে বলে ধারণা করছেন অনেকেই। পরিচালক হিরানিও এ ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন।

তবে, ইন্ডিয়ান টাইমস বলছে, মুক্তির প্রথম দিনেই ৩৪.৭৫ কোটি রুপি ঘরে তুলেছে ‘সাঞ্জু’। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর মধ্যে প্রথমদিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড করল চলচ্চিত্রটি।

যদি সব ঠিক থাকে আগামী তিন দিনেই ১০০ কোটি রুপি ছাড়িয়ে যাবে চলচ্চিত্রটির আয়, এমনই ভাবছেন ভারতীয় বিশ্লেষকরা। এমনকি বক্স অফিসের রেকর্ডও ভাঙতে পারে চলচ্চিত্রটি।

চলচ্চিত্রটি রণবীরকেও নিয়ে যাবে অন্য উচ্চতায়। ইতোমধ্যেই প্রকাশিত রিভিউগুলোতে সমালোচকদের বাহবাই কুড়িয়েছে ‘সাঞ্জু’। তাই চলচ্চিত্রটির পাইরেসি ঠেকাতে মাঠে নেমেছে রণবীরের ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা প্রচারণা চালাচ্ছেন পাইরেটেড সাঞ্জু নয়, হলে গিয়ে আসল সাঞ্জু দেখুন।

সঞ্জয় দত্তের চলচ্চিত্রজীবন থেকে ব্যক্তিজীবন, বন্ধুদের সঙ্গে উদ্দাম জীবন থেকে শুরু করে অপরাধ জগতের সঙ্গে সখ্য, আবার সবকিছু পেছনে ফেলে বলিউডে ফিরে আসা- সবকিছুই ‘সাঞ্জু’তে উপস্থাপন করেছেন পরিচালক রাজকুমার হিরানি।

রণবীর কাপুর ছাড়াও অভিনয় করছেন পরেশ রাওয়াল, মনীষা কৈরালা, দিয়া মির্জা, ভিকি কুশাল, সোনম কাপুর, জিম সাবরা। এ ছাড়া ক্যামিও চরিত্রে দেখা যাবে আনুশকা শর্মাকে। ছবিটির প্রযোজনায় রয়েছেন বিধু বিনোদ চোপড়া।