শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

আসছে দুই ‘পাগলের’ ‘মেন্টাল হ্যায় কিয়া’

বিনোদন ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:৪৫ পিএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

আগামী বছরের ২২ ফেব্রুয়ারি মুক্তি পাবে কঙ্গনা রানাওয়াত ও রাজকুমার রাও জুটির নতুন ছবি ‘মেন্টাল হ্যায় কিয়া’।

টুইটারে এক অদ্ভুত ভিডিও শেয়ার করে এই ঘোষণা দিলেন এ জুটি।

এক্সপেরিমেন্ট চালানোর জন্য বলিউডে দুজনই দারুণ জনপ্রিয়। কুইন ছবির পর ফের দু’জনকে একসঙ্গে বড়পর্দায় দেখতে পাবে দর্শক।

মানসিক স্বাস্থ্য নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মেন্টাল হ্যায় কিয়া’ তে দু’জনের পাগলামোর চূড়ান্ত আভাস মিলছে ইতোমধ্যেই।

তারই এক ঝলক দেখা গেলো ছবির প্রযোজনা প্রতিষ্ঠান বালাজি মোশন পিকচার্স এর এক টুইটে। মঙ্গলবার সকালে প্রকাশ করা ভিডিওটিতে  দু’জন হাজির হয়েছেন বাদামি ও খয়েরি রঙা পোশাক ও তেল চিটচিটে চুলে।

বিপরীতমুখী দুজন এসে ধাক্কা খেয়েই একে অন্যকে ‘মেন্টাল’ বলে সম্বোধন করতে করতেই বললেন, “পাগলরা সব হুমড়ি খেয়ে পড়বে আসছে ফেব্রুয়ারিতেই”। 

কেমন ছবি হবে ‘মেন্টাল হ্যায় কিয়া’? ছবির প্রযোজক একতা কাপুর বলছেন, “একটা সময় বা বয়সে যখন সবাই মানসিক সুস্থতাকেই বেশি প্রাধান্য দিচ্ছে, তখন এ ছবি আমাদের মধ্যকার পাগলামোকেই উসকে দেবে।”