শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

মালাবদলের জন্য যোধপুরে নিক-প্রিয়াংকা

বিনোদন ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:৩৯ পিএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

শনিবার প্রখ্যাত উমায়েদ ভবন প্রাসাদে সেই আনুষ্ঠানিকতার জন্য বৃহস্পতিবার বিকালে পরিবারের সদস্যদের নিয়ে ভারতের রাজস্থানের যোধপুরে আসেন তারা।

এই জুটি বিমানবন্দরে নামার পর তাদের খুঁজে নেয় অপেক্ষারত চিত্র সাংবাদিকদের ক্যামেরা।

প্রিয়াংকার পরনে ছিল আবু সন্দীপের নকশায় স্ট্রাইপড সাদা গুলাবো, সঙ্গে ছিল রঙিন ওড়না। আর নিক পরেছিলেন ট্যান জ্যাকেট, খাকি প্যান্ট সঙ্গে সাদা স্নিকার।

বিমানবন্দরে দুজনকে অভ্যর্থনা জানাতে বন্ধু ও স্বজনদের পাশাপাশি অনেক ভক্তও উপস্থিত ছিলেন। বাগদানের হীরের আংটির ঝলক দেখিয়ে তাদের মাঝ দিয়ে হাসিমুখে ক্যাটওয়াক দেন হবু বরের বাহুবন্দী প্রিয়াংকা।

তারকার বিয়ে উপলক্ষে এদিন যোধপুর বিমানবন্দরে নামা অতিথিদের মধ্যে আরও অনেকেই ছিলেন আগ্রহের কেন্দ্রে।

বরযাত্রীদের মধ্যে রয়েছেন নিকের বিখ্যাত ভাইবোনেরাও- সোফি টার্নার, জো জোনাস, কেভিন জোনাস এবং ড্যানিয়েল জোনাস! কনের মা মধু চোপড়া, বোন পরিনীতি চোপড়া এবং নিকের বাবা-মা পল ও ডেনিস জোনাসকেও খুঁজে নেয় ক্যামেরা।