বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪   জ্যৈষ্ঠ ১ ১৪৩১   ০৮ জ্বিলকদ ১৪৪৫

‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ বন্ধ ঘোষণা

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:০১ এএম, ১ অক্টোবর ২০২৩ রোববার

সেলিব্রিটি ক্রিকেট লিগে মারামারির ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জিনেক্সের সিইও মোহাম্মদ মাসুদ। শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সেলিব্রিটি ক্রিকেটে মারামারির ঘটনা নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের ভুল হয়েছিল, আমরা কয়েকজন সাপোর্টারকে জার্সি দিয়েছিলাম। যার কারণে কিছু লোক খেলার মধ্যে তারকাদের সঙ্গে মিশে গিয়েছিল। এজন্য অনাকাঙ্ক্ষিত এ ঘটনা ঘটে।

তিনি বলেন, আমরা মিডিয়ার সিনিয়রদের সঙ্গে বসেছি। গতকালের ঘঠনার ফুটেজ দেখেছি। যারা এ ঘটনা ঘটিয়েছে তারা বহিরাগত। তাদের আইনের আওতায় নিয়ে শাস্তির ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, আমাদের ভুলের কারণে তারকাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। আশা করি তারা একটা পরিবারের মধ্যে থাকেন, এটা কোনো সমস্যা নয়। সব ঠিক হয়ে যাবে। সবাই সবাইকে ক্ষমা করে দেবে।

তিনি আরও বলেন, এক ঘণ্টার মধ্যে আমাদের লিগের আয়োজন কীভাবে সম্পূর্ণ হবে তা জানিয়ে দেবেন আমাদের জনসংযোগ কর্মকর্তা। তবে আপাতত খেলা বন্ধ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন দুই দলের খেলোয়াড়সহ আরও অনেকে। তার মধ্যে অন্যতম ছিলেন প্রযোজক আরশাদ আদনান।

এদিকে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চলমান সেলিব্রিটি ক্রিকেট লিগে খেলতে নেমে দুই দলের মধ্যে হাতাহাতির অভিযোগ উঠেছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নিজেদের শেষ ম্যাচে খেলতে নেমেছিল মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের টিম। খেলা চলাকালীন মাঠের বাইরে থাকা দুই দলের সতীর্থদের মধ্যে উত্তেজনা ছাড়িয়ে পড়ে, যা মাঠে খেলোয়াড়দের মধ্যে হাতাহাতিতে রূপ নেয়।

তবে ম্যাচ শেষে রাত সাড়ে ১১টার পর আবারও মারামারিতে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়রা। সেখানে নির্মাতা মোস্তফা কামাল রাজ ও অভিনেতা শরিফুল রাজ গায়ে হাত তোলেন বলে অভিযোগ করেছেন নায়িকা রাজ রিপা।

জানা গেছে, লাইট-ক্যামেরা আর অ্যাকশনের গণ্ডির বাইরে দেশের শোবিজ তারকাদের নিয়ে প্রথমবারের মতো শুরু হয় ‘সেলিব্রেটি ক্রিকেট লীগ’। প্রায় দু’সপ্তাহ প্র্যাকটিস শেষে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ আয়োজনের পর্দা নামবে ৩০ সেপ্টেম্বর।

সেলিব্রেটি ক্রিকেট লিগে মোট আটটি দলে ভাগ হয়ে লড়ছেন শোবিজের কলাকুশলীরা। প্রতি দলে নারী-পুরুষ তারকারা অংশ নিচ্ছেন। দলগুলোর অধিনায়ক হিসেবে রয়েছেন গিয়াসউদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপঙ্কর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী।

প্রসঙ্গত, ম্যাচটিতে মোস্তফা কামাল রাজের ‘গিগাবাইট স্কোরারস’ ছয় ওভারে সংগ্রহ করেছিল ১১৯ রান। অন্যদিকে প্রতিপক্ষ দীপংকর দীপনের ‘রানার ফাস্টিস’ দ্বিতীয় ইনিংসে নির্ধারিত ওভারে ১১২ রান করতে সক্ষম হয়। ৭ রানে ম্যাচটি জিতে ‘গিগাবাইট স্কোরারস’। এরপরই শুরু হয় তারকাদের মারামারির।

ইতোমধ্যে টুর্নামেন্টে মারামারি করা আহতদের রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন শিশির সরদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ।