রোববার   ১৯ মে ২০২৪   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১   ১১ জ্বিলকদ ১৪৪৫

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৩৬ এএম, ১ অক্টোবর ২০২৩ রোববার

 এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এ পর্যন্ত ৯৮৯ জন মারা গেছেন।

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ১৪ জন মারা গেছেন।

এর মধ্যে রাজধানীতে আট জন এবং ঢাকা মহানগরীর বাইরে ছয় জন মারা গেছেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে এ সময়ে  হাসপাতালে ভর্তি রয়েছেন দুই হাজার ৪২৫ জন। এর মধ্যে ঢাকা মহানগরীতে ৭৫১ জন এবং ঢাকা মহানগরীর বাইরে বিভিন্ন হাসপাতালে এক হাজার ৬৭৪ জন ভর্তি হয়েছেন।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে নয় হাজার ৯৫৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে তিন হাজার ৩৭৯ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ছয় হাজার ৫৮০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এ পর্যন্ত দুই লাখ ৩৪ হাজার ছয় জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮৩ হাজার ২২২ জন এবং ঢাকার বাইরে এক লাখ ২০ হাজার ১৮৪ জন। এদিকে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এ পর্যন্ত ৯৮৯ জন মারা গেছেন।

অন্যদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এক লাখ ৯২ হাজার ৪৫৮ জন। এর মধ্যে ঢাকায় ৭৯ হাজার ২০৪ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন এক লাখ ১৩ হাজার ২৫৪ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এক হাজার ৯৭৮ জন। এর মধ্যে ঢাকায় ৬৪৭ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন এক হাজার ৩৩১ জন।