মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৪ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:২০ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২৩ শনিবার


আজকাল রিপোর্ট -
জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে আজ শুক্রবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার নিয়ে তিনি টানা ১৪ বার এবং বাংলাদেশের সরকার প্রধান হিসেবে ১৯ বার জাতিসংঘে ভাষণ দেবেন। যা জাতিসংঘের ইতিহাসে রেকর্ড হতে চলেছে। জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও দলীয় সূত্রে এই তথ্য জানা গেছে। সংশ্লিষ্টরা জানান, আজ বেলা ২টা থেকে বিকাল ৩টার মধ্যে শেখ হাসিনা জাতিসংঘের মূল অধিবেশনে ভাষণ দেবেন এবং একই দিন সন্ধ্যায় তিনি নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনা সভায় যোগ দেবেন। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বাংলাদেশের অবিশ্বাস্য উন্নয়ন-অগ্রগতি, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক অগ্রগতি ও স্বাস্থ্য খাতে সাফল্যের পাশাপাশি বিশ্বশান্তি, নিরাপত্তা, নিরাপদ অভিবাসন, রোহিঙ্গা সংকট, জলবায়ু ও ন্যায়বিচারের মতো বিষয় তুলে ধরবেন বলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও বিশ্বনেতারা এবারের ৭৮তম ইউএনজিএ অধিবেশনে যোগদানের জন্য নিউইয়র্কে জমায়েত হয়েছেন। আন্তর্জাতিক এই সম্মেলনের এবারের প্রতিপাদ্য হচ্ছেÑ ‘আস্থা পুনর্গঠন ও বিশ্ব সংহতির পুনরুদ্ধার : সবার জন্য শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি ও স্থায়িত্ব ত্বরান্বিত করতে ২০৩০ এজেন্ডা এবং এর টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ।’
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের পাশাপাশি এই সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এবং সর্বজনীন স্বাস্থ্য ও অর্থসহ বেশ কয়েকটি উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় ও সৌজন্যমূলক বৈঠকে অংশ নেন।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত সমাবেশ এবং বিএনপি’র নেতা-কর্মীরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে। তেমনি জাতিসংঘে ভাষণের সময় যুক্তরাষ্ট্র আওয়ামী জাতিসংঘ ভবনের সামনে শান্তি সমাবেশ এবং বিএনপি’র নেতা-কর্মীরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচী ঘোষণা করেছে। এজন্য উভয় দলের পক্ষ থেকে পুলিশের অনুমতি নেয়া হয়েছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৭ সেপ্টেম্বর রোববার রাত ১০টা ৪৭ মিনিটে নিউইয়র্কে পৌঁছান। উঠেন নিউইয়র্ক সিটির ম্যানহাটানস্থ ‘লাটে নিউইয়র্ক প্যালেস’-এ। যেটি এখন প্রধানমন্ত্রীর আবাসস্থল। স্থায়ী মিশন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী ২৩ সেপ্টেম্বর শনিবার সকাল ৯টায় ওয়াশিংটন ডিসির উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করবেন। তিনি ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর ওয়াশিংটনে অবস্থান করবেন। প্রধানমন্ত্রী ২৯ সেপ্টেম্বর শুক্রবার ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে (বিএ-২৯২) রাত ১০টা ৪৫ মিনিটে (ওয়াশিংটন সময়) লন্ডনের উদ্দেশে ওয়াশিংটন ডিসি ত্যাগ করবেন এবং ৩০ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছবেন।
প্রধানমন্ত্রী লন্ডনে তিন দিন অবস্থানের পর ৩ অক্টোবর রাত ৮টা ৩৫ মিনিটে (লন্ডন সময়) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি ২০৮) একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং ৪ অক্টোবর বেলা সাড়ে ১২টায় (বাংলাদেশ সময়) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে সরকারি সূত্রে জানা গেছে।