সোমবার   ১৭ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

২০১৯ সালে ১৮০ র‌্যাঙ্কিং ছুঁতে চান জেমি ডে

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:০৭ পিএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

শুরু হওয়া নতুন বছরে র‌্যাঙ্কিংয়ে উন্নতির মানদ- ঠিক করে ফেলেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে। ২০১৯ সালে ১৮০ র‌্যাঙ্কিং ছুঁতে চান তিনি। সাফল্য-ব্যর্থতা মিলিয়ে কেটে গেল আরেকটি বছর। নতুন বছর মানেই পুরোনোকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে চলার লক্ষ্য। 

শুরু হওয়া নতুন বছরে র‌্যাঙ্কিংয়ে উন্নতির মানদ- ঠিক করে ফেলেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে। ২০১৯ সালে ১৮০ র‌্যাঙ্কিং ছুঁতে চান তিনি। ফিফা র‌্যাঙ্কিংয়ে সেই তলানিতে থেকেই বছর শেষ করেছে বাংলাদেশ। সর্বশেষ ফিফা র‌্যাঙ্কিংয়ে লাল-সবুজদের অবস্থান ১৯২। কার্যত এর নিচে আর যাওয়ার জায়গা কোথায়! এই খাদ থেকে ওঠার রাস্তা খুঁজছেন জেমি। ১৮০ তে আসতে পারলেই আপাত সন্তুষ্টি বলে জানিয়েছেন, ‘২০১৯ সালে আমার লক্ষ্য থাকবে জাতীয় দলকে ১৮০ র‌্যাঙ্কিংয়ে নিয়ে আসার। এ জন্য আমাদের প্রচুর পরিশ্রম করতে হবে। তবে এর সঙ্গে সঠিক পরিকল্পনা থাকাটাও জরুরি। এই দুটি বিষয় মিলে গেলেই ১৮০ তে আসা আমাদের জন্য সম্ভব।’র‌্যাঙ্কিংয়ে উন্নতি ঘটার প্রথম শর্ত বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা এবং জয় পাওয়া। নতুন বছরে অনেকগুলো আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলিয়ে জাতীয় দলকে তৈরি করার লক্ষ্য জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কমপক্ষে ১০টি আন্তর্জাতিক ম্যাচের আয়োজন করা হবে বলে জানানো হয়েছে। তালিকায় আছে কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডসহ আরও বেশ কয়েকটি দেশ। এ ছাড়া চলতি বছরেই শুরু হবে বিশ্বকাপ বাছাইপর্ব। ফুটবলাররাও অপেক্ষায় আছেন একটি সাফল্যম-িত বছরের জন্য। কাতারকে হারিয়ে গত বছর এশিয়ান গেমসে ফুটবলের দ্বিতীয় রাউন্ডে উঠেছিল বাংলাদেশ। এমন স্মরণীয় সাফল্য এ বছর আরও বেশি দেখতে চান তাঁরা। আন্তর্জাতিক ফুটবলে লম্বা বিরতিতে থাকা বাংলাদেশ দল গত বছর ১৭ মাস পরে ফেরে মাঠে। এরপর সাফ, বঙ্গবন্ধু গোল্ডকাপ, এশিয়ান গেমস ও প্রীতি ফুটবল মিলিয়ে খেলেছে একাধিক আন্তর্জাতিক ম্যাচ। নতুন বছরেও যেন নিয়মিত ম্যাচের সুযোগ মেলে, জাতীয় দল ও বসুন্ধরা কিংসের গোলরক্ষক আনিসুর রহমান জিকো সবার হয়ে সে আরজিটাই জানালেন, ‘গত বছর আমাদের প্রস্তুতির কোনো অভাব ছিল না। এ জন্যই এশিয়াডে এমন ফল পেয়েছিলাম। আমাদের প্রয়োজন বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা। বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার কারণেই ভারতের ফুটবল আমাদের চেয়ে অনেক দূরে এগিয়ে গেছে। বেশি ম্যাচ খেলার সুযোগ পাই না বলে আমরা বড় দলগুলোর সঙ্গে খেলতেও ভয় পাই।’