মঙ্গলবার   ২১ অক্টোবর ২০২৫   কার্তিক ৬ ১৪৩২   ২৮ রবিউস সানি ১৪৪৭

সৌদিতে চুরির অপরাধে ১০ বাংলাদেশী ও ৩ সৌদি নাগরিক গ্রেফতার

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৪৩ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার

সৌদি আরবের রাজধানী রিয়াদে চুরি করার অপরাধে ১০ জন বাংলাদেশী ও ৩ জন  সৌদি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বৈদ্যুতিক তার এবং তামার সার্কিট ব্রেকার চুরি করার অপরাধে এই ১০জন বাংলাদেশী নাগরিক এবং ৩ জন  সৌদি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

রিয়াদ পুলিশ জানিয়েছে যে, অভিযুক্তরা বৈদ্যুতিক তার এবং তামার সার্কিট ব্রেকার চুরি করে এবং চুরিকৃত মালামাল অন্যত্র সংরক্ষণ করে এবং সেগুলি পরে বিক্রি করে ব্যবসা করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।