আওয়ামী লীগ সম্পাদকমণ্ডলীর সভা ৫ জানুয়ারি
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:৩৪ পিএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয়েরে পর ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক সভা আগামী শনিবার (৫ জানুয়ারি) বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শনিবার (৫ জানুয়ারি) বেলা ১১ টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর এক সভা অনুষ্ঠিত হবে। সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
প্রসঙ্গত গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ২৮৮ আসনে জয় লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এরমধ্যে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন ২৫৬ আসনে।
