ফিলিপাইনেও নোবেলবিজয়ীর বিরুদ্ধে একই মামলা হয়েছিলো
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:১৭ এএম, ৩০ আগস্ট ২০২৩ বুধবার
মঙ্গলবারের সংবাদ সম্মেলনে ড. ইউনূসের বিরুদ্ধে কর ফাঁকির মামলা প্রসঙ্গে বলতে গিয়ে এ কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ফিলিপাইনের শান্তিতে নোবেলজয়ী সাংবাদিক মারিয়া রেসার বিরুদ্ধে ২০১৮ সালে কর ফাঁকির মামলা করে ফিলিপাইন সরকার। মামলায় তার প্রতিষ্ঠান র্যাপলারও অভিযুক্ত হয়।
চলতি বছরের ১৮ জানুয়ারি ফিলিপাইনের আদালত সাংবাদিক মারিয়া রেসাকে এই মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। একই মামলায় তার প্রতিষ্ঠান র্যাপলারকেও খালাস দেওয়া হয়েছে।
