মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৪ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

বাংলাদেশের ওপর মার্কিন কড়াকড়িতে ফায়দা লুটতে পারে চীন

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৮:৪৫ এএম, ২৯ আগস্ট ২০২৩ মঙ্গলবার

বাংলাদেশের জাতীয় নির্বাচন ইস্যুতে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ওপর যুক্তরাষ্ট্রের ধারাবাহিক চাপ ওয়াশিংটনের জন্য হিতে বিপরীত হতে পারে। কারণ এমন বৈরি সম্পর্ক থেকে যুক্তরাষ্ট্রের মূল প্রতিদ্বন্দ্বী চীন বাড়তি সুযোগ নেওয়ার চেষ্টা করবে। এই বার্তাটি আবারো ওয়াশিংটনকে অবগত করেছে ভারত। সূত্র: হিন্দুস্তান টাইমস

একাধিক আলোচনাসহ বিভিন্ন মাধ্যমে নয়াদিল্লি ওয়াশিংটনকে জানাতে চাইছে যে- অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ইস্যুতে যুক্তরাষ্ট্রের চাপ বাংলাদেশকে চীনের কাছাকাছি ঠেলে দিতে পারে। যদিও ভারত স্পষ্ট করে বলেছে, তারাও বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। মার্কিন প্রশাসনের এ বিষয়ে খুব বেশি চাপ বরং সরকারবিরোধী চরমপন্থী ও মৌলবাদী শক্তিকে উৎসাহিত করবে। যেসব অপশক্তি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার যথাযথভাবে দমন করতে সফল হয়েছে।

হিন্দুস্তান টাইমস আরো জানায়, বাংলাদেশের বিশেষ ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও এলিট ফোর্সটির বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পাশাপাশি যুক্তরাষ্ট্রের ভিসা নীতির আরোপের ফলে সৃষ্ট পরিস্থিতির সুযোগ নিতে পারে বেইজিং।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অর্থনৈতিক জোট ব্রিকস-এর সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের বৈঠক হয়। বৈঠক শেষে চীন প্রেসিডেন্টের মন্তব্যে ভারতের উদ্বেগ আরও বেড়ে যায়। বৈঠকের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিদেশি শক্তির হস্তক্ষেপের বিরোধিতায় বাংলাদেশকে সমর্থন করবে চীন। সেই সঙ্গে ঢাকার সঙ্গে কাজ করতে সম্মত বেইজিং।

ওই বৈঠকে শেখ হাসিনাকে আশ্বস্ত করা হয়, বাংলাদেশ-চীন সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধাবোধের ওপর নির্ভরশীল। সেই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করা হোক তা চায় না বেইজিং।