মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৪ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

প্রধানমন্ত্রীর ভারত সফর চূড়ান্ত

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৮:৩৯ এএম, ২৯ আগস্ট ২০২৩ মঙ্গলবার

দিল্লির প্রগতি ময়দানের ভারত মন্ডপম কনভেশন সেন্টারে আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে গ্রুপ অব টুয়েন্টি (জি-২০) জোটের ১৮তম শীর্ষ সম্মেলন। জি-২০ জোটের বর্তমান সভাপতি ভারতের আমন্ত্রণে এই সম্মেলনে অংশ নিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারতীয় বার্তা সংস্থা এএনআইর সঙ্গে সাক্ষাৎকারে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস জানান, এই সফরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে বলে আশা করা হচ্ছে।

 এবারের জি-২০ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁসহ বিভিন্ন দেশের সরকারপ্রধান ও শীর্ষ কূটনীতিকরা অংশ নেওয়ার কথা রয়েছে।

 এবার আয়োজকের পাশাপাশি জি২০ জোটের সভাপতিও ভারত। এ কারণে এ বছরের সম্মেলনকে বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

 নরেন্দ্র মোদী তার সর্বশেষ ‘মান কি বাত’ অনুষ্ঠানে বলেছেন, শীর্ষ সম্মেলনে ভারতের সম্ভাবনা এবং ক্রমবর্ধমান বৈশ্বিক গুরুত্ব তুলে ধরা হবে।

 গত ১৫ ফেব্রুয়ারি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় খাতরা। এ সময় তিনি নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনের ১৮তম আসরে যোগ দিতে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান।