বাজেয়াপ্ত হয়েছে কনকচাঁপার জামানত
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:১৩ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
কেন্দ্রে ভোট প্রদানে বাধা, এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে না দেয়া এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে রবিবার দুপুরে ভোট বর্জন করেন সিরাজগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। আর এই নির্বাচনে জামানত হরিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই কণ্ঠশিল্পী।
গতকাল (৩০ ডিসেম্বর) ভোট গণনা শেষে রাত ১০টার দিকে এ ফলাফল ঘোষণা করেন কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জাহিদুল হক সিদ্দীক।
তিনি বলেন, সিরাজগঞ্জ-১ (কাজীপুর-আংশিক সদর) আসনে প্রাপ্ত ফলাফলে ১৬৮টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম নৌকা প্রতীকে ৩ লাখ ২৪ হাজার ৪২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ১১৮ ভোট।
রিটার্নিং কর্মকর্তা জাহিদুল হক সিদ্দীক বলেন, নির্বাচনের বিধি অনুযায়ী কাস্টিং ভোটের ৮ ভাগের কম পেলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়ে যায়। সে অনুযায়ী জামানত হারালেন বিএনপির প্রার্থী রুমানা মোর্শেদ কনকচাঁপা।
উল্লেখ্য, কনকচাঁপা ১৬৮টি কেন্দ্রে মোট ভোট পেয়েছেন মাত্র ১ হাজার ১১৮টি।
