শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

হানিমুনে কোথায় যাচ্ছে দীপিকা-রণভীর?

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:১২ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার

নভেম্বরে বিয়ে করেন দীপিকা ও রণভীরের। দীপিকা পাড়ুকোন ও রণভীর সিংকে দেখা গেল রঙমিলান্তি পোশাকে। দু’জনেই কালো রঙের পোশাক পরেছিলেন।  শোনা যাচ্ছে এই দম্পতি নববর্ষ উদযাপনের আগেই নিজেদের হানিমুনের উদ্দেশ্যে বের হয়েছেন তারা। তবে কোথায় গেলেন তা জানা যায়নি।

রবিবার মুম্বাই এয়ারপোর্টে ক্যামেরার ফ্রেমে বন্দি হয়েছেন এই তারকা জুটি। রণভীর সিং নিজের অফুরাণ এনার্জির জন্য সুবিদিত। কিন্তু এ দিন বিমানবন্দরে তাকে বেশ গম্ভীর মুখেই দেখা যায়। বিমানবন্দরে দু’জনকে দেখা গেল হাতে হাত রেখে যেতে। রণভীরের হেয়ারস্টাইল ছিল ‘গুল্লি বয়’ সিনেমায় তার লুকের মতোই। দীপিকার পোশাক ছিল অল সেইন্টস, বারবেরি, ক্রিশ্চিয়ান লোবোটিন ও সেন্ট লরেন্টের মিশেল।

 

ইতালির লেক কোমোতে রণভীর ও দীপিকার ডেস্টিনেশন ওয়েডিং সম্পন্ন হয়েছিল। তার পরে মুম্বইয়ে তাদের রিসেপশন পার্টিও হয়। এর পরেই রণভীর ‘সিম্বা’ সিনেমার প্রোমোশনে ব্যস্ত হয়ে যান। রোহিত শেট্টি পরিচালিত সিনেমাটি শুক্রবার মুক্তি পাওয়ার পরে দু’দিনে ৪৪ কোটি টাকা আয় করেছে।