শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

নির্বাচনে জয়ী হয়ে লাইভ নিউজে গান গাইলেন মমতাজ

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:০৯ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার

 ২০১৪ সালের নির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন মমতাজ বেগম। একাদশ নির্বাচনেও তিনি বিপুল ভোটে জয় লাভ করেন। তিনি বিজয়ী হওয়ার পর চ্যানেল আই নিউজ স্টুডিও থেকে তাকে ফোনে কানেক্ট করা হয়। তখন তিনি কিছু কথা বলার পাশাপাশি জনপ্রিয় একটি গানের অংশ বিশেষও গেয়ে শোনান।

সেসময় সরকারের উন্নয়ন সম্পর্কিত ‘রাখব ধরে এই উন্নয়ন আমরা দেশের জনতা, শেখ হাসিনার হাতে আবার দিয়ে ক্ষমতা’ গানটির দুই লাইন গেয়ে শোনান মমতাজ।

মানিকগঞ্জ-২ আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগম। ২,৭৮,৪৩৭ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মঈনুল ইসলাম খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫০,০৭৪ ভোট। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৬ হাজার ২৪৫।