মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫   আষাঢ় ২৪ ১৪৩২   ১২ মুহররম ১৪৪৭

আজ রাতে ‘এক্স’ নিয়ে নতুন চমক দেবেন পপশিল্পী তিশমা

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:০৭ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার

নতুন বছরের শুরুতে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন পপ গানের শিল্পী তিশমা। সেই চমকটি হচ্ছে, আজ (৩১ ডিসেম্বর) রাতে প্রকাশ করতে যাচ্ছেন তার নতুন অ্যালবাম ‘এক্স’। আর অ্যালবামের প্রথম গানের নাম ‘ফায়ার অ্যান্ড আইস’।

অ্যালবামের সবগুলো গানের সুর-সঙ্গীত করেছেন তিশমা নিজেই। ‘এক্স’ তিশমার সুর-সংগীত আয়োজন করা ষষ্ঠ আর তার ১৪তম এককঅ্যালবাম।

অ্যালবাম প্রসঙ্গে তিশমা বলেন, ‘আমি একটু নীরবেই কাজ করি। কাজ শেষ হলে সবাইকে জানাই। এজন্য প্রকাশের দিনই খবরটি জানাচ্ছি। নতুন এ অ্যালবামের কাজ শেষ করতে সময় লেগেছে দুই বছর। এতে গান থাকছে ১৩টি। এগুলোর কথা লিখেছেন দেশের জনপ্রিয় বেশ কয়েকজন গীতিকার।’

তিশমা ছাড়াও এই অ্যালবামের গান লিখেছেন কবির বকুল, অনুরূপ আইচ, তানভীর তারেক, ফয়সাল রাব্বিকীন ও রবিউল ইসলাম জীবন। অ্যালবামে থাকা উল্লেখযোগ্য গান হচ্ছে- ‘দুঃখের সাতকাহন’, ‘হু কেয়ার্স’, ‘এক্স’, ‘টাচ’, ‘দ্য ওয়ান’ প্রভৃতি।

 

তিশমা জানান, ‘এক্স’ অ্যালবামের গানগুলো শোনা যাবে শিল্পীর নিজস্ব ওয়েবসাইট, ইউটিউব, আইটিউনস, অ্যামাজন, স্পটিফাই, রিভার্বনেশনসহ অন্যান্য অনলাইনে।