শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

নির্বাচনে শোবিজ তারকাদের জয়-পরাজয়

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:০৬ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারকাদের অংশগ্রহণ ছিল বিগত সব সংসদ নির্বাচনের তুলনায় অনেক বেশি। নির্বাচনে প্রার্থী হওয়া থেকে শুরু করে নির্বাচনী প্রচারণায় ছিল তারকাদের সরব উপস্থিতি। একনজরে দেখে নেয়া যাক ভোটযুদ্ধে বিজয়ী ও হেরে  গেছেন যেসব তারকা।

ঢাকা-১৭ আসন থেকে চিত্রনায়ক ফারুক নৌকা প্রতীকে ১ লাখ ৬৪ হাজারেরও বেশী ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ধানের শীষ প্রতীক নিয়ে আন্দালিব রহমান পার্থ পেয়েছেন ৩৮ হাজার ছয়শ’র কিছু বেশি ভোট।

বাকের ভাই খ্যাত অভিনেতা আসাদুজ্জামান নূর নীলফামারি-২ আসন থেকে পেয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৬৫৭টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে মনিরুজ্জামান মন্টু পেয়েছেন ৭৯ হাজার ৪৮৪টি। আওয়ামী লীগের হয়ে বেসরকারি ভাবে জয় লাভ করেছেন এই অভিনেতা।

বিএনপির পক্ষে ধানের শীষ প্রতীক নিয়ে সিরাজগঞ্জ ১ আসনে নির্বাচন করেছিলেন কণ্ঠশিল্পী শিল্পী কনকচাঁপা  কনকচাঁপা নির্বাচন করেছিলেন। আসনে কনকচাঁপা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ১১৮ ভোট। অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম নৌকা প্রতীকে ৩ লাখ ২৪ হাজার ৪২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

কণ্ঠশিল্পী মমতাজ নির্বাচন করেছেন মানিকগঞ্জ-২ আসন থেকে। যেখান থেকে ২ লাখ ৭৮ হাজার ৮১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মঈনুল ইসলাম খান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৪৯ হাজার ৩১ ভোট।

নীলফামারি-৪ আসন থেকে ধানের শীষে নির্বাচন করেছিলেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন। বড় ব্যাবধানে হেরেছেন তিনি।