শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

বিগ বসের ১২তম আসরে বিজয়ী হয়ে কত আয় করলেন দীপিকা

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:০৪ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার

বিগ বস ১২’ প্রতিযোগিতায় কে চ্যাম্পিয়ন হচ্ছেন—দীপিকা কাকর, শ্রীশান্ত, রোমিল চৌধুরী, করণবীর বোহরা নাকি দীপক ঠাকুর? কারণ, এই পাঁচজনই ছিলেন গ্র্যান্ড ফিনালেতে। ভারতে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কাকারই জিতলেন আলোচিত ও বিতর্কিত রিয়েলিটি শো’র পুরস্কার। রবিবার রাতে তাকে বিজয়ী ঘোষণা করেন শোয়ের সঞ্চালক ও বলিউড সুপারস্টার সালমান খান।

চ্যাম্পিয়ন হিসেবে দীপিকা কাকরের নাম ঘোষণা করেন। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন চ্যাম্পিয়ন ট্রফি আর ৩০ লাখ রুপি। রানার আপ হয়েছেন শ্রীশান্ত।

হেরে যাওয়ার পর শ্রীশান্তের ব্যবস্থাপক শোয়ের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, বিগ বস ভুয়া শো এবং এ শো’র ভুয়া বিজয়ী হল দীপিকা।

 

গ্র্যান্ড ফিনালেতে সালমান খান নিজের ছবির গানের সঙ্গে পারফর্ম করেন। তাঁর সঙ্গে ছিলেন ‘বিগ বস ১২’ প্রতিযোগিতার সেরা পাঁচ প্রতিযোগী। গ্র্যান্ড ফিনালেতে আমন্ত্রণ জানানো হয় কৌতুকশিল্পী ভারতী সিংকে। তিনি হাসিঠাট্টায় দর্শকদের মাতিয়ে রাখেন। পাশাপাশি সালমান খানের একটি গানে সঙ্গে পারফর্মও করেছেন। এ ছাড়া আরও ছিলেন ‘সিম্বা’ ছবির পরিচালক রোহিত শেঠি, ঋদ্ধিমা পণ্ডিত, জেসমিন ভাসিন, আদিত্য নারায়ণ প্রমুখ।