শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

ব্যাংককের আপসাইড ডাউন হাউসে মিমের উল্লাস

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:০৩ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার

পৃথিবীতে কিছু উল্টো ডিজাইনের বাড়ি আছে। যাকে বলা হয় আপসাইড ডাউন হাউস।  থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের পাতায়ার আপসাইড ডাউন হাউসকে প্রথম নজরে এমনই মনে হতে পারে। তবে ভেতরে ঢুকলে সেই ভুল ভেঙে যাবে। কারণ বিশ্বে এমন বাড়ি একটাই! এর ভেতরের আসবাব থেকে শুরু করে সবকিছুই কাত হয়ে থাকে! আর সেই বাড়িতে ঘুরে বেরাচ্ছেন বাংলাদেশি নায়িকা বিদ্যা সিনহা মিম। সেই ছবিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

 

পাতায়ার আপসাইড ডাউন হাউসের মেঝে নয়, আসবাব দেখবেন সিলিংয়ে! খাট, টেবিল, চেয়ার, সোফা, রান্নাঘর, সবই মাথার ওপরে ঝুলে থাকে।

ফেসবুক থেকে নেয়া ছবি

ইউরোপীয় ঘরবাড়ির মতোই আধুনিক আসবাব, টিভিসহ সব সাজানো। সবকিছুই চলে। কারণ সবই সত্যি জিনিস।

ফেসবুক থেকে নেয়া ছবি

এ বাড়িতে ঢোকার পর প্রথমেই মনে হবে সাগর দুলছে! নয়তো নিজেকে লাটিম মনে হবে! এখানকার চিত্তবিনোদন কিছুটা অদ্ভুত।

ফেসবুক থেকে নেয়া ছবি

এমন বাড়ি দেখলে আনন্দের সীমা থাকে না! তবে ছবি তোলার পর শুধু উল্টে দিলেই কেল্লফতে! যে কেউ হা হয়ে যাবে!

ফেসবুক থেকে নেয়া ছবি

অভিনেত্রী বিদ্যা সিনহা মিম পাতায়ার আপসাইড ডাউন হাউসে ঘুরে অভিভূত। মা-বাবাকে নিয়ে বেড়াতে গেছেন তিনি।

ফেসবুক থেকে নেয়া ছবি

 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে আনন্দময় সেই মুহূর্তগুলো শেয়ার করেছেন এই লাক্স সুন্দরী।