এবার ‘আমি তো ভালা না টু’ নিয়ে রাব্বী
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৫৮ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
চলতি বছর তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে অবমুক্ত হয় ‘আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো’ শিরোনামে গানটি। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সুর করেন রাব্বী নিজেই। সঙ্গীতায়োজন করেন অংকুর মাহমুদ।
১৬ আগস্ট ভিডিওতে ঈগল মিউজিক থেকে প্রকাশ পায়। এখন পর্যন্ত গানটি ইউটিউবে ১ কোটি ৬২ লাখেরও অধিক শোনা হয়েছে।
এই শিল্পী এবার ‘আমি তো ভালা না টু’ নিয়ে দর্শক-শ্রোতামহলে এলেন। নতুন গানটির কথা-সুর করেছেন প্লাবণ কোরেশী। সঙ্গীতায়োজনে জাহিদ বাশার পঙ্কজ।
রবিবার (৩০ ডিসেম্বর) রুপকথা মিউজিকের ইউটিউব চ্যানেলে ভিডিওতে প্রকাশ পেয়েছে গানটি। ভিডিওতে শুধু শিল্পী রাব্বীকেই দেখা গেছে।
