রোববার   ২৭ জুলাই ২০২৫   শ্রাবণ ১২ ১৪৩২   ০১ সফর ১৪৪৭

ডিস্ট্রিক্ট-২০

লায়ন্স ইন্টারন্যাশনালের বার্ষিক বনভোজন

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৪০ এএম, ১২ আগস্ট ২০২৩ শনিবার


     
আজকাল রিপোর্ট -
লাায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ২০-আর ২ নিউইয়র্ক ফাউন্ডেশনের উদ্যোগে গত শনিবার ব্রংকসের ভ্যানকোর্ট ল্যান্ড পার্কে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। সবুজে ঘেরা মনোরম পরিবেশে অনুষ্ঠিত এই বনভোজনে ক্লাব সদস্যরা এতে অংশ নেন। এতে নবনির্বাচিত ডিস্ট্রিক্ট গভর্ণর রেমন্ড স্মিথও উপস্থিত ছিলেন। নিউইয়র্ক বাংলাদেশ লায়ন্স ক্লাবের উল্লেখযোগ্য সংখ্যক সদস্যও অংশ নেন এই বোনভোজনে। এদের মধ্যে ছিলেন নিউইয়র্ক বাংলাদেশ লায়ন্স ক্লাবের সভাপতি শাহনেওয়াজ, সাধারন সম্পাদক জেএফএম রাসেল, ডিস্ট্রিক্ট সেকেন্ড ভাইস গর্ভনর আসেফ বারী টুটুল, ডিস্ট্রিক্ট জোন চেয়ার আহসান হাবিব, রানো নেওয়াজ, রকি আলিয়ান, একেএম রশীদ, মোহাম্মদ মতিউর রহমান, রুহুল আমিন, রায়ান তাজ, প্রমি তাজ, মোহাম্মদ হাসান জিলানী, শামীম আহমেদ, আব্দুর রশীদ বাবু ও সেলিম ইব্রাহিম প্রমুখ।