সংকটে বাংলাদেশ সরকার : চার মাসে ঋণ শোধে লাগবে ১২ বিলিয়ন ডলার
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:১৬ এএম, ১২ আগস্ট ২০২৩ শনিবার
রিজার্ভের পরিমান ২৩.২৬ বিলিয়ন ডলার
আজকাল রিপোর্ট -
বাংলাদেশ সরকারের হাতে খরচ করার মতো রিজার্ভ রয়েছে মাত্র ২৩ দশমিক ২৬ বিলিয়ন ডলার বা ২ হাজার ৩২৬ কোটি ডলার। এর মধ্যে আগামী ডিসেম্বর অর্থাৎ চার মাসের মধ্যে সরকারি ও বেসরকারি খাতে নেওয়া বিদেশি ঋণ পরিশোধ করতে হবে প্রায় ১২ বিলিয়ন বা এক হাজার ২০০ কোটি মার্কিন ডলার । সরকারের রিজার্ভের অর্ধেকই যাবে এই ঋণ পরিশোধে। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা আশঙ্কিত, সরকার পরিচালনায় অর্থের যোগান আসবে কিভাবে? ঋণ পরিশোধের পর যে পরিমান অর্থ থাকবে তা দিয়ে দুই মাসও দেশ চালানো সম্ভব নয়। এ বিষয়টি নিয়ে অর্থনীতিবিদরা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা মনে করছেন, বেসামাল হয়ে উঠতে পারে অর্থনৈতিক সেক্টর।
গত বুধবার কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব ওয়েয়বসাইটে রির্জাভের যে তথ্য প্রকাশ করা হয়েছে তাতে ২৯ দশমিক ৫৩ বিলিয়ন ডলার বা ২ হাজার ৯৫৩ কোটি ৬৩ লাখ ডলারের রিজার্ভ দেখানো হয়েছে। কিন্তু আইএমএফের হিসাব অনুযায়ী দেশের যে রিজার্ভ (২৩.২৬ বিলিয়ন ডলার) এটা দিয়ে মাত্র চার মাসের আমদানি ব্যয় মেটানো যাবে। আর তাই যদি হয় তবে ঋণ শোধ হবে কি দিয়ে? নতুন করে ঋণ সংগ্রহে হন্যে হয়ে পড়েছে সরকার। কিন্তু সাড়া মিলছে না। বাংলাদেশের অর্থনৈতিক সূচক নেমে যাওয়ায় ঋণ দাতারাও গড়িমসি করছে। সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে বড় ধরনের কোন ঋণ বাংলাদেশ আর পাচ্ছে না এমন ধারনা পোষণ করছেন বাংলাদেশের অর্থনীতিবিদরা। তাদের আশঙ্কা নির্বাচনের আগেই দেশ অর্থনৈতিক সংকটে পড়তে পারে।
