মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৪ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

বাংলাদেশ পুলিশের প্রতি অ্যামনেস্টির আহ্বান

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:০৪ এএম, ১২ আগস্ট ২০২৩ শনিবার


আজকাল রিপোর্ট -
পুলিশকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দমনে সহিংসতা পরিহারের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বৃহস্পতিবার মাইক্রোব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) অ্যামনেস্টির দক্ষিণ এশিয়া বিষয়ক অফিস এ নিয়ে একটি পোস্ট দেয়। পোস্টের সঙ্গে একটি ভিডিও যুক্ত করে দেয় সংস্থাটি। এতে গত ২৯শে জুলাই বিএনপি’র ঢাকার প্রবেশপথগুলোয় অবস্থান কর্মসূচিতে পুলিশের বিভিন্ন তৎপরতার ফুটেজ রয়েছে।
ভিডিওতে দেখা যায়, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় রাস্তায় পড়ে যাওয়ার পরও পুলিশ তাকে পেটাচ্ছে। এ নিয়ে অ্যামনেস্টি লিখেছে, বাংলাদেশ, আমরা আগেও এটি বলেছি এবং আবারো বলছি। আইনপ্রয়োগকারী কর্তৃপক্ষকে অবশ্যই শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা থেকে বিরত থাকতে হবে। প্রতিবাদ করার অধিকার একটি মৌলিক অধিকার। কর্তৃপক্ষের উচিত কোনো অযৌক্তিক হস্তক্ষেপ ছাড়াই মানুষকে প্রতিবাদ করতে দেয়া।