নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি নয়
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:০২ এএম, ১২ আগস্ট ২০২৩ শনিবার
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী
আজকাল ডেস্ক -
আগামী জাতীয় নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ জিসোমিয়া ও আকসা চুক্তি সই করবে না। বৃহস্পতিবার বিকালে নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নাগরিক সমাজের সঙ্গে এই মতবিনিময় করেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আসন্ন নিরাপত্তা সংলাপের সময় জিসোমিয়া ও আকসা চুক্তি সই হবে কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনের আগে বিভিন্ন রকম চুক্তি করব বলে আমার মনে হয় না।
আব্দুল মোমেন বলেন, বাংলাদেশে বিদেশি কূটনীতিকরা একটু আগ বাড়িয়ে কথা বলেন। অন্য কোনো দেশে এভাবে বলেন না। আমাদের দেশে অনেক দিন থেকে এটা হয়ে আসছে। এ জন্য বিভিন্ন মহল দায়ী। তবে এ সংস্কৃতি একদিনে পরিবর্তন করা সম্ভব হবে না। এখন সময় এসেছে, এ সংস্কৃতি থেকে বেরিয়ে আসার। এ সংস্কৃতি বন্ধে আমরা একটা সেমিনার করব।
এসময় এক সাংবাদিক জানতে চান, যুক্তরাষ্ট্র বলছে দুর্নীতি দমনে দেশটি নিষেধাজ্ঞাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। যুক্তরাষ্ট্রের ব্যাংকে দুর্নীতি করে যেসব বাংলাদেশিরা অর্থ জমিয়েছে, তা জব্দের কথা শোনা যাচ্ছে-এ বিষয়ে সরকারের প্রতিক্রিয়া কী?
জবাবে মোমেন বলেন, দুর্নীতি করে টাকা নিয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্র সরকার যদি তা জব্দ করে সেই সিদ্ধান্তকে স্বাগত জানায় বাংলাদেশ। তারা যদি দুর্নীতি বন্ধে সাহায্য করে, আমরা খুব খুশি হব। কারণ তাদের দেশে একটি আইন আছে, বেশি টাকা নিয়ে গেলে কাজের অনুমোদন পাওয়া যায়, তাদের নাগরিক হওয়া যায়।
তিনি বলেন, শুধু যুক্তরাষ্ট্রে নয়, অন্য দেশেও এ নিয়ম আছে। আর আমাদের দেশে যারা দুর্নীতি করে টাকা নিয়ে যান তাদের যদি জব্দ করা হয়, আমরা খুশি হব।
