৪ দিনের সফর ঢাকায় যাচ্ছেন দুই মার্কিন কংগ্রেসম্যান
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৫৬ এএম, ১২ আগস্ট ২০২৩ শনিবার
আজকাল রিপোর্ট -
বাংলাদেশে ৪ দিনের সফরে যাচ্ছেন দুই মার্কিন কংগ্রেসম্যান রিচার্ড ম্যাককরমিক এবং এড কেস। তাদের মধ্যে রিচার্ড ম্যাককরমিক রিপাবলিকান দলের এবং এড কেস ডেমোক্র্যাট দলের। ১২ থেকে ১৫ আগস্ট তারা বাংলাদেশ সফর করবেন।
রোহিঙ্গাদের জন্য সবচেয়ে বড় দাতা মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের করদাতাদের অর্থ কীভাবে ব্যয় করা হচ্ছে বাংলাদেশ সফরকালে দুই কংগ্রেসম্যান সেটা পর্যবেক্ষণ করবেন।
পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বৃহস্পতিবার গণমাধ্যমকে জানান, তারা মূলত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসবেন, কিন্তু আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি বলেন, সম্প্রতি রোহিঙ্গাদের জন্য অর্থায়ন কমে গেছে। তাদের জন্য মাসিক খাবার খরচ ১২ ডলার থেকে কমিয়ে ৮ ডলার করা হয়েছে। রোহিঙ্গাদের মানবিক পরিস্থিতি পরিদর্শন করে তারা যদি আরও তহবিলের সুপারিশ করেন, তাহলে ভালো হবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাইডেন প্রশাসন বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে চায়, সে কারণেই ধারাবাহিকভাবে মার্কিন কর্মকর্তারা বাংলাদেশ সফর করছেন।
এদিকে একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, এ দুই কংগ্রেস সদস্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গেও দেখা করতে পারেন। তবে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন জানান, এ বিষয়ে তার কোনো ধারণা নেই।
