জয়া আহসানকে দিয়েই ২০১৯ সাল শুরু
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৫৫ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
জয়া আহসান দিয়েই শুরু হচ্ছে ২০১৯ সালে। কারণ বছরের প্রথম শুক্রবার দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাবে জয়া আহসান অভিনীত ‘বিসর্জন’। ভারতীয় এই ছবিটি আমদানি করার মাধ্যমে প্রদর্শন করা হবে সিনে হলগুলোতে।
সাফটা চুক্তির মাধ্যমে ছবিটি আমদানি করছে মধুমিতা মুভিজ। প্রতিষ্ঠানটির কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ দেশ রূপান্তরকে বলেন, ‘‘বিসর্জন’ ছবিটি ইতিমধ্যেই আমদানি করা হয়েছে। ৪ জানুয়ারি শুক্রবার ছবিটি আমরা মুক্তি দেব।’
তিনি আরও জানান, ছবিটি প্রদর্শনের জন্য এখন পর্যন্ত দেশের পাঁচটি সিনেমা হল চূড়ান্ত করা হয়েছে। এ হলগুলো হচ্ছে বলাকা, মধুমিতা, শ্যামলী, স্টার সিনেপ্লেক্স ও চট্টগ্রামের সিলভার স্ক্রিন। এরই মধ্যে ছবিটি সেন্সরের অনুমতি পেয়েছে। ছবিটি পরিবেশনার দায়িত্বে থাকছে জাজ মাল্টিমিডিয়া।
ভারতীয় নির্মাতা কৌশিক গাঙ্গুলি পরিচালিত ‘বিসর্জন’ছবিতে জয়ার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা আবির চ্যাটার্জি। ২০১৭ সালের ১৪ এপ্রিল ছবিটি বারতে মুক্তি পায়। ইতিমধ্যে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও ভূষিত হয়েছে ছবিটি। এ ছবিতে অভিনয় করে অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন জয়া আহসান।
এদিকে সাফটা চুক্তির আওতায় বিসর্জন ছবির বদলে বাংলাদেশি ছবি ওয়াকিল আহমেদের ‘কতো স্বপ্ন কতো আশা’ কলকাতায় প্রদর্শিত হবে।
