বুধবার   ০৬ আগস্ট ২০২৫   শ্রাবণ ২২ ১৪৩২   ১১ সফর ১৪৪৭

সাধ্যের মধ্যে অ্যান্ড্রয়েড দেবে নকিয়া

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৫৩ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার

নকিয়া ব্র্যান্ডের মূল কোম্পানি এইচএমডি নতুন বছরে সাশ্রয়ী দামের ফোন আনতে যাচ্ছে।

ফোনটির দেখা মিলেছে ফেডারাল কমিউনিকেশনস কমিশনের ওয়েবসাইটে। এর কোড নম্বর টিএ-১১২৪। এতে প্রসেসর হিসেবে দেওয়া থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩৯ চিপসেট। এটাই হবে কোয়ালকমের প্রথম ১২ ন্যানোমিটারের প্রসেসর। গতি হবে ২.০ গিগাহার্টজ।

এর পেছনে থাকবে ১৩ ও ৫ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা আর সামনে থাকবে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। এতে প্রতি সেকেন্ডে ৩০ ফ্রেম ধারণ করা যাবে ১০৮০ পিক্সেলে।

এতে থাকবে ২ জিবি র‍্যাম। স্টোরেজ থাকবে ৩২ জিবি। ফোনটিতে থাকবে ৬ ইঞ্চির ডিসপ্লে। ব্যাকআপের জন্য থাকবে ৩৫০০ এমএএইচ ব্যাটারি। অপারেটিং সিস্টেমে থাকবে অ্যান্ড্রয়েড পাই। ইতোমধ্যে ফোনটি গুগলের অ্যান্ড্রয়েড ওয়ান প্রোগ্রামের অন্তর্ভুক্ত হয়েছে। এই প্রোগ্রামের আওতায় অন্তত দুই বছরের জন্য অ্যান্ড্রয়েড আপডেট ও তিন বছরের জন্য সিকিউরিটি প্যাচ সুবিধা পাওয়া যাবে।

আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠিতব্য কনজিউমার ইলেক্ট্রনিক শোতে (সিইএস) ফোনটির ঘোষণা দিতে পারে এইচ এমডি গ্লোবাল।

 

গত নভেম্বরে বাজারে আসা নকিয়া ৩.১ প্লাসের সঙ্গে টিএ-১১২৪ এর  র‍্যাম ও প্রসেসর বাদে বাকি সব ফিচারই মিলে গেছে। তাই ধারণা করা হচ্ছে, নকিয়া ৩.১ প্লাসেরই আরেকটি সংস্করণ হতে যাচ্ছে নতুন ফোনটি।  এর দাম হতে পারে ১৮ হাজারের আশেপাশে।