মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৪ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

বাংলাদেশিদের হাতের নাগালে স্টুডেন্ট ভিসা

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:১০ এএম, ৫ আগস্ট ২০২৩ শনিবার

ঢাকায় শিক্ষার্থীদের সহায়তায় মার্কিন দূতাবাসের ওপেন হাউজ

 
 
আজকাল রিপোর্ট -
বাংলাদেশি শিক্ষার্থীদের আমেরিকায় পড়তে আসতে উৎসাহিত করার জন্য নানা প্রণোদনামূলক কর্মসূচি হাতে নিচ্ছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। গত দুই বছরে প্রায় ২০ হাজার ছাত্রছাত্রী আমেরিকায় প্রবেশ করেছে স্টুডেন্ট ভিসা নিয়ে। যুক্তরাষ্ট্রের প্রায় প্রতিটি স্টেটের বিশ্ববিদ্যালয় কিংবা কলেজগুলো এখন বাংলাদেশি ছাত্রছাত্রীদের পদচারণায় মুখরিত।
আগামী বছর স্প্রিং (জানুয়ারিতে শুরু) ও ফল সেমিস্টারে ( আগস্ট/সেপ্টেম্বরে ক্লাস শুরু) ছাত্রছাত্রী ভর্তির জন্য এখন থেকেই দূতাবাস সহায়তা করতে এগিয়ে এসেছে। দূতাবাসের উদ্যোগে ঢাকা ও চট্রগ্রামে দুটি ওপেন হাউজের আয়োজন করা হয়েছে। নাম দেয়া হয়েছে ‘ইউএস ইউনিভারসিটি ফেয়ার’। এতে শিক্ষার্থীদের ধারণা দেয়া হবে কোন কলেজ বা বিশ্ববিদ্যালয় তাদের জন্য উপযুক্ত। কত খরচ হবে আমেরিকায় পড়তে, স্কলারশীপের সুযোগ, পার্টটাইম কাজ, কি কি যোগ্যতা লাগবে ভর্তি হতে, কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি। এমনি নানা প্রশ্নের উত্তর পাওয়া যাবে এই মেলায়। এতে আমেরিকা থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টারা অংশ নেবেন। ভার্চুয়াল বা সশরীরে তারা শিক্ষার্থীদের সাথে তথ্য বিনিময় করবেন।
আগামী ৮ সেপ্টেম্বর শুক্রবার প্রথম চট্টগ্রামের র‌্যাডিসন ব্লু বে ভিউ হোটেলে ‘ইউএস ইউনিভারসিটি ফেয়ার’ বসবে। তা চলবে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ৯ সেপ্টেম্বর শনিবার ঢাকার শেরাটন হোটেলে ‘ইউএস ইউনিভারসিটি ফেয়ার’ শুরু হবে। আন্ডার গ্রাজুয়েট ফেয়ার চলবে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত। গ্রাজুয়েট ফেয়ার বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত। এ মেলায় যুক্তরাষ্ট্রের ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানের উপদেষ্টারা অংশ নেবেন। উল্লেখযোগ্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে পারডু ইউনিভারসিটি, আইওআ স্টেট ইউনিভিারসিটি, মারসি কলেজ, নিউইয়র্ক ইনস্টিটিউট অব টেকনোলজি, নিউইয়র্ক ইউনিভারসিটি, নর্থইস্টার্ন ইউনিভিারসিটি, সুনি অ্যাট আলবেনি, ইউনিভারসিটি অব ম্যাসাচুসেটস, ইউনিভারসিটি অব অরেগন, জন হপকিনস ইউনিভারসিটি,  ইউনিভারসিটি অব লুইজিয়ানা প্রভৃতি।