শোকের মাস আগস্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:৪১ এএম, ৫ আগস্ট ২০২৩ শনিবার
আজকাল রিপোর্ট -
এ মাস আগস্ট। এ মাস বাংলাদেশিদের শোকের মাস। এ মাসের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায় রচিত হয়েছিল। শুধু বঙ্গবন্ধু না, ঘাতকের বুলেট পুরো পরিবারের প্রাণ কেড়ে নিয়ে বিশ্ববাসীকে শোকে স্তব্ধ করে দিয়েছিল। সেই মর্মান্তিক দিনটি স্মরণে ১৫ আগস্ট পালিত হয় বাংলাদেশে জাতীয় শোক দিবস হিসেবে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল। এই ঘৃণ্যতম হত্যাকান্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর সহোদর শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, ভাগ্নে শেখ ফজলুল হক মনি, তার সহধর্মিনী আরজু মনি ও কর্নেল জামিলসহ মোট ১৬ জন। বঙ্গবন্ধুর দুই কন্যা, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় বেঁচে যান।
শোকাবহ আগস্টে সমগ্র জাতির সঙ্গে একাত্ম হয়ে নিউইয়র্কে আওয়ামী লীগ ও তার সহযোগী, ভ্রাতৃপ্রতিম ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক- রাজনৈতিক সংগঠন যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা, ভালোবাসা ও ভাবগম্ভীর পরিবেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করবে।
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ১৫ আগস্ট বিকেলে তাদের নিজস্ব মিলনায়তনে, নিউইয়র্ক বাংলাদেশ কনস্যূলেট অফিস একই দিনে, জ্যাকসন হাইটস এলাকাবাসী দুপুর ৪টা থেকে রাত দশটা পর্যন্ত জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের সামনে বিভিন্নি কর্মসূচির আয়োজন করেছে। আগামী ২১ আগস্ট যুক্তরাষ্ট্র শ্রমিক লীগ, যুবলীগ ও ছাত্রলীগ যৌথ ভাবে পালন করবে জাতীয় শোক দিবস। এ ছাড়াও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন জাতীয় শোক দিবস পালনের কর্মসূচি নিয়েছে।
