মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৪ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

৩৫৮ হজযাত্রী নিয়ে শেষ ফ্লাইট পৌঁছল ঢাকায়

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৫:১৩ পিএম, ৩ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার

 

হজ পালন শেষে বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট জেদ্দা থেকে তিনশ ৫৮ জন হাজী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। এটি এ বছর সৌদি আরব থেকে হজের শেষ ফিরতি ফ্লাইট।

এ উপলক্ষে বিমানবন্দরে অনুষ্ঠিত হয় হজফ্লাইট-২০২৩ এর সমাপনী অনুষ্ঠান। বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ আয়োজিত এ অনুষ্ঠানে সবশেষ ফ্লাইটের হাজীদের দেশে স্বাগত জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। তিনি হজ পরিচালনার সঙ্গে জড়িত সকল সংস্থার কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

বক্তব্যে পর্যটন প্রতিমন্ত্রী বলেন, এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২২ হাজার ৫ শ জনের বেশি হজ পালন করেছেন। এর মধ্যে অর্ধেক যাত্রী পরিবহন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাকি যাত্রী বহন করেছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স ও ফ্লাই নাশ এয়ারলাইন্স।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক এমডি ও সিইও শফিউল আজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিমান পরিচালনা পর্যদ বোর্ডের চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দীন, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোহাম্মাদ আবদুল হামিদ জমাদ্দার, বেসামরিক বিমান ও পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) সিদ্দিকুর রহমান।