মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৪ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

অনলাইনে আপাতত জন্ম ও মৃত্যু নিবন্ধন বন্ধ

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৩৯ এএম, ২ আগস্ট ২০২৩ বুধবার

অনলাইনে ব্যক্তির নিজে আবেদন করা বন্ধ থাকার বিষয়ে মঙ্গলবার রেজিস্ট্রার জেনারেল কার্যালয় তাদের ওয়েবসাইটে একটি নোটিশ জারি করেছে।

এর কারণ হিসেবে জন্ম ও মৃত্যুনিবন্ধন কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল মো. রাশেদুল হাসান জানান, সার্ভার মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য সাময়িকভাবে এর কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। সার্ভার সুরক্ষিত না হওয়া পর্যন্ত এটিকে নিস্ক্রিয় করে রাখা হবে বলেও তিনি জানিয়েছেন।

কবে নাগাদ তা চালু হতে পারে, জানতে চাইলে তিনি বলেন, সেটা এখনো বলা যাচ্ছে না। নিবন্ধক কার্যালয় এতসংখ্যক আবেদন নিজেরা পূরণ করতে গিয়ে চাপে পড়বে কি না, জানতে চাইলে তিনি বলেন, কিছুটা চাপ তৈরি হবে। আপাতত কিছু করার নেই। সার্ভার সুরক্ষার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।