মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৪ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

তারেক- জুবাইদার রায়কে ঘিরে আজ সতর্ক থাকবে আওয়ামী লীগ

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৩১ এএম, ২ আগস্ট ২০২৩ বুধবার

 দুদকের মামলায় আজ ঘোষণা হতে যাওয়া এ রায়কে কেন্দ্র করে বিএনপি যেন কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড করতে না পারে, তা ঠেকাতে সতর্ক অবস্থানে থাকবে আওয়ামী লীগ। বেলা ১টায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে একটি বিক্ষোভ মিছিলও করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।  

মঙ্গলবার রাতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ এ কথা জানান।

 বিক্ষোভ মিছিলে উপস্থিত থাকবেন দক্ষিণের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের মামলার রায় ঘোষণা হবে আজ বুধবার।

মামলার বিবরণ থেকে জানা যায়, জ্ঞাত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এ মামলা হয়। ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় এ মামলা করে দুদক।