মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৪ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসমাবেশ সোমবার

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:২০ এএম, ৩১ জুলাই ২০২৩ সোমবার

 আজ সোমবার (৩১ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে বিএনপির জনসমাবেশ। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। রিজভী বলেন, সোমবার বিকাল ৩টায় শুরু হবে জনসমাবেশ।

তিনি বলেন, সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবি আদায়ে শনিবার ঢাকার প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি পালনকালে নেতাকর্মীদের ওপর হামলা-নির্যাতনের প্রতিবাদে আজ সোমবার সারা দেশের মহানগর ও জেলা সদরে জনসমাবেশ করবে বিএনপি।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন। রিজভী বলেন, আমরা আলোচনার প্রেক্ষিতে নয়াপল্টনের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের সিদ্ধান্ত নিয়েছি।