অধ্যাপক তাহের হত্যা
মহিউদ্দিন জাহাঙ্গীরের ফাঁসি কার্যকর
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৪:০৭ এএম, ২৯ জুলাই ২০২৩ শনিবার
আজকাল ডেস্ক -
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের আহমেদ হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত একই বিভাগের অধ্যাপক ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিনের ফাঁসি গতকাল বৃহস্পতিবার রাত ১০টা ১ মিনিটে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে কার্যকর করা হয়েছে। একই সঙ্গে ফাঁসি কার্যকর করা হয় এই মামলার অপর আসামী ড. তাহেরের আবাসিক ভবনের কেয়ারটেকার জাহাঙ্গীর আলমের। রাষ্ট্রপতি তাদের প্রাণ ভিক্ষার আবেদন নাকচ করার পর তাদের ফাঁসি কার্যকর করা হলো।
অধ্যাপক তাহেরের হত্যার ঘটনাটি ঘটে সতের বছর আগে ২০০৬ সালে। মামলার বিবরণে বলা হয়েছে, গবেষণা জালিয়াতির কারণে অধ্যাপক মহিউদ্দিনের পদোন্নতি আটকে দিয়েছিলেন অধ্যাপক তাহের। তিনি তখন বিভাগের একাডেমিক কমিটির প্রধান ছিলেন। সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক হিসেবে পদোন্নতির জন্য মহিউদ্দিন এই কমিটির সুপারিশ চেয়ে আসছিলেন। কিন্তু অধ্যাপক তাহের তা দিতে অস্বীকার করলে মহিউদ্দিন তাকে খুনের পরিকল্পনা করেন। অধ্যাপক তাহেরের বাসার কেয়ারটেকার জাহাঙ্গীরের সহায়তায় ২০০৬ সালের ১ ফেব্রুয়ারি রাতে তাকে ঘুমের মধ্যে বালিশ চাপা দিয়ে হত্যা করে লাশ পেছনের ম্যানহোলে ফেলে দেয়া হয়। তখন অধ্যাপক তাহের বাসায় একাই ছিলেন এবং জাহাঙ্গীর তাকে দেখাশোনা করত। দুই দিন নিখোঁজ থাকার পর ৩ ফেব্রুয়ারি ম্যানহোল থেকে অধ্যাপক তাহেরের লাশ উদ্ধার করা হয়।
লাশ গুমের কাজে সহায়তা করার জন্য জাহাঙ্গীরের ভাই নাজমুল এবং নাজমুলের শ্যালক সালাম যাবজ্জীবন কারাদন্ড ভোগ করছে।
