রোববার   ১৪ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩০ ১৪৩২   ২১ রবিউল আউয়াল ১৪৪৭

রাশিয়াকে দাঁতভাঙা জবাব দেবে ইউক্রেন: জেলেনস্কি

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৩৮ এএম, ২৪ জুলাই ২০২৩ সোমবার

 ইউক্রেনের বন্দরনগরী ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। রুশ হামলায় একজন নিহত হয়েছে, আহত হয়েছে আরো ১৯ জন।

এ হামলায় স্থানীয় একটি ইউনেস্কো স্বীকৃত ঐতিহ্যবাহী ক্যাথেড্রালও (গির্জা) ক্ষতিগ্রস্ত হয়েছে।
অবশ্য রাশিয়ার দাবি, সন্ত্রাসী তৎপরতার খবর পেয়েই ওডেসায় রবিবার এই হামলা চালানো হয়। আর গির্জাটিতে হামলার জন্য ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীকে দায়ী করেছে মস্কো।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ঘটনায় রাশিয়াকে দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। ওডেসায় রাশিয়ার চালানো সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব নিশ্চিতভাবেই দেওয়ার ঘোষণা দিয়েছেন জেলেস্কি।


সূত্র: বিবিসি