মানি লন্ডারিং মামলা : জি কে শামীমের ১০ বছরের কারাদণ্ড
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৪৭ পিএম, ১৭ জুলাই ২০২৩ সোমবার
অর্থ পাচার মামলায় আলোচিত ঠিকাদার ও কথিত যুবলীগ নেতা জি কে শামীমকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে এই মামলার অন্য সাত আসামি জি কে শামীমের সহযোগী ও দেহরক্ষীদের চার বছর করে জেল দেওয়া হয়েছে। এছাড়া প্রায় ৪ কোটি টাকা জরিমানা করাসহ জব্দ করা ২ কোটি টাকার এফডিআর সরকারি কোষাগারে জমাদানের নির্দেশ দিয়েছে আদালত।
দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন মো. দেলোয়ার হোসেন, মো. মোরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, মো. শহীদুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. সামসাদ হোসেন ও মো. আনিছুল ইসলাম। সোমবার (১৭ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এই রায় দেন বলে জানান, সংশ্লিষ্ট আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান। সূত্র: আরটিভি
২০১৯ সালের ২০ সেপ্টেম্বর সাত সশস্ত্র দেহরক্ষীসহ জি কে শামীমকে তার কার্যালয় থেকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। দীর্ঘ ১১ ঘণ্টা অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় ১ কোটি ৮০ লাখ টাকা, ৯ হাজার ইউএস ডলার, ৭৫২ সিঙ্গাপুরের ডলার, ১৬৫ কোটি টাকার এফডিআর, অস্ত্র ও বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়।
