মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৪ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

নো সংলাপ, নো তত্ত্বাবধায়ক: ওবায়দুল কাদের

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১২:১৬ এএম, ১৬ জুলাই ২০২৩ রোববার

 ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবার ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বলেন, তারা বাংলাদেশে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন চায়। আমরা তাদের বলেছি, সেটা আমাদেরও কমিটমেন্ট।

আলোচ্য বিষয় নিয়ে প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, সংলাপ, তত্ত্বাবধায়ক, সরকারের পদত্যাগ কিংবা সংসদ বিলুপ্তির কোনো প্রসঙ্গ আসেনি। তারা আমাদের সংবিধান ও আইনের কাঠামোর মধ্যে নির্বাচন দেখতে চান। আমরাও বলেছি, বিশে^র অন্যান্য দেশে যেমন হয়, আমাদের নির্বাচনকালীন সরকারও তেমন হবে।
শনিবার দুপুরে বনানীর শেরাটন হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের কী কথা হয়েছে, সেটা তো আমাদের বিষয় নয়।