কী বার্তা নিয়ে ফিরলেন বিএনপি’র ৩৪ নেতা
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৯:৪১ পিএম, ১৪ জুলাই ২০২৩ শুক্রবার
লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠক
আজকাল রিপোর্ট -
যুক্তরাষ্ট্র বিএনপি এখন লন্ডনমুখী। লন্ডনে অবস্থানরত দলের চেয়ারপারসন তারেক রহমানের সুনজরে পড়তে উঠেপড়ে লেগেছেন নেতারা। তাদের বিশ্বাস তারেক জিয়ার আস্থায় যেতে পারলেই দলের পদপদবী প্রাপ্তি নিশ্চিত। তাই প্রবাসে সরকার বিরোধী আন্দোলনের চেয়ে তীর্থের কাকের মতো তারা চেয়ে রয়েছেন লন্ডনের দিকে। সম্প্রতি এই প্রবণতা আরও বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রে তথা নিউইয়র্কে নেতারা দলীয় কোন্দলে লিপ্ত। একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি সভা সমাবেশ করেন। একই আদর্শের রাজনীতি করেও এক টেবিলে তাদেরকে বসতে দেখা যায় না। অথচ লন্ডনে গিয়ে তারেক রহমানের সামনে এক কাতারে বসতে প্রতিযোগিতা করেন। এ বছরই মার্চের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্র বিএনপির ৫ নেতা লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন। তারা হলেন জিল্লুর রহমান জিল্লু, মিল্টন ভূইয়া, গিয়াস আহমেদ, জসিম ভূঁইয়া ও মোশাররফ হোসেন সবুজ। সাক্ষাতের পরদিনই জিল্লুর রহমান জিল্লু, মিল্টন ভূইয়া, গিয়াস আহমেদ বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে স্থান পেয়ে পুরস্কৃত হন। গেল সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে ৩৪ জন নেতা লন্ডন গিয়ে তারেক রহমানের সাথে বৈঠক করেন। যুক্তরাষ্ট্রের নেতারা বলছেন, আন্দোলনের দিক নির্দেশনা নিতেই তারা লন্ডনে গিয়েছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে বহির্বিশ্ব বিএনপির নেতাকর্মীদের কী করণীয় সেই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে লন্ডন থেকে যুক্তরাষ্ট্রে তারা ফিরে এসেছেন বলে তারা জানিয়েছেন। গত রোববার ৯ জুলাই পুর্ব লন্ডনের একটি হোটেলে তারা তারেক রহমানের সাথে বৈঠক করেন। এতে সরকার বিরোধী আন্দোলন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা আহবান জানান তারেক রহমান।
এ সভা পরিচালনা করেন বিএনপির জাতীয় কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিয়ষক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তারেক রহমান ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মহিদুল ইসলাম, বিএনপির জাতীয় কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর, লন্ডন বিএনপির সভাপতি এ এম মালেক প্রমুখ। জানা গেছে, তারেক রহমান যুক্তরাষ্ট্রের অনেক নেতার সাথে একান্ত বৈঠকও করেছেন।
তারেক রহমানের সাথে দলীয় মতবিনিময় সভায় যারা অংশ নেন তারা হচ্ছেন, ফ্লোরিডা বিএনপির সভাপতি একরামুল হক চাকলাদার, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম শিপলু, সাধারণ সম্পাদক ওহিদুর রহমান, ওয়াশিংটন বিএনপির সভাপতি হাফেজ খান সোহায়েল, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, ভার্জিনিয়া বিএনপির সভাপতি মোহাম্মদ জহির, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, মেরিল্যান্ড বিএনপির সভাপতি শাহীদ খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ কাজল, জর্জিয়া বিএনপির সভাপতি নাহিদ খান, সাধারণ সম্পাদক মামুন শরিফ, নিউ ইংল্যান্ড বিএনপির সভাপতি বদরে আলম সাইফুল, সাধারণ সম্পাদক আলী হায়দার মনসুর, মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, নিউইয়র্ক স্টেট বিএনপির আহ্বায়ক মাওলানা অলি উল্যাহ আতিকুর রহমান, সদস্য সচিব সাঈদুর রহমান সাঈদ, নিউইয়র্ক মহানগর দক্ষিণের আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম রেজা, সদস্য সচিব মোহাম্মদ বদিউল আলম, নিউইয়র্ক মহানগর উত্তরের আহ্বায়ক আহবাব চৌধুরী খোকন, সদস্য সচিব ফয়েজ চৌধুরী, টেক্সাস বিএনপির সভাপতি সাইদুল হক সাইদ, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, পেনসিলভানিয়া বিএনপির সভাপতি শাহ ফরিদ, সাধারণ সম্পাদক নূর উদ্দিন নাহিদ, ওহাইও বিএনপির সভাপতি হাসিবুর রহমান, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টু এবং ডেইজি নার্গিস, কানেকটিকাট বিএনপির সভাপতি তৌফিকুল আম্বিয়া, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হিমু, নিউজার্সি (উত্তর) সভাপতি সৈয়দ জুবায়ের আলী, সাধারণ সম্পাদক বাচ্চু পাঠান, নিউজার্সি দক্ষিণের সভাপতি মোহাম্মদ কাওসার শাহীন এবং সাধারণ সম্পাদক রহিম বাবুল।
