ডেঙ্গুতে একদিনে মৃত্যু ৭, হাসপাতালে ভর্তি ১০৫৪
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:২০ এএম, ১২ জুলাই ২০২৩ বুধবার
ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যার রেকর্ড যেন পাল্লা দিয়েই বাড়ছে। রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে গেলে প্রায় প্রতিদিনই শোনা যায় শোকাহত পরিবারের সদস্যদের আহাজারি। শুনলেই একবার হলেও মনে পড়ে যায় ডেঙ্গুর ভয়াবহতার প্রতিচ্ছবি। যেকোন সময় যে কেউ এর থাবায় পড়তে পারে।
স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রে জানা যায়, গত রোববার ছিল সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর রেকর্ড। ঐদিন এডিস মশার কামড়ে ৬ জন মারা যায়। মঙ্গলবার এর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭ জনে। আর এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮৩ জন। চলতি বছরে ভর্তির সংখ্যা দাঁড়ালো ১১৫১১।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২৮ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩৩০৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। ঢাকায় ৫৩ সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২৩০৬ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৯৯৭ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ১৪ হাজার ৮৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১০ হাজার ২৯২ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৪ হাজার ৬০৫ জন।
আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৫১১ জন। ঢাকায় ৭ হাজার ৯২১ এবং ঢাকার বাইরে ৩ হাজার ৫৯০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
