বুধবার   ১৯ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৪ ১৪৩২   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

শুক্রবার থেকে মতিঝিল যাবে মেট্রোরেল

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৬:৪৬ পিএম, ৬ জুলাই ২০২৩ বৃহস্পতিবার

আগামীকাল শুক্রবার থেকে মে‌ট্রো‌রে‌লের আগারগাঁও স্টেশন থে‌কে ম‌তি‌ঝিল পর্যন্ত অংশের পরীক্ষামূলক চলাচল শুরু হ‌বে। সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের পরীক্ষামূক ট্রেন চলাচ‌ল উ‌দ্বোধন কর‌বেন।

বৃহস্পতিবার মে‌ট্রো‌রে‌ল নির্মাণ ও প‌রিচালনার দা‌য়ি‌ত্বে থাকা সরকা‌রি কোম্পা‌নি ডিএম‌সি‌টিএলের জনসং‌যোগ কর্মকর্তা আলতাফ মাহমুদ এসব তথ্য জানান।

ডিএমটিসিএল জানায়, আগামী ১৫ অক্টোবরের মধ্যে তারা পরীক্ষামূলক চলাচল শেষ করতে চায়। এরপরই যাত্রী নিয়ে চলাচল শুরু হবে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় পাওয়া সাপেক্ষে উদ্বোধনের দিন ঠিক করা হবে।