শনিবার   ০৩ মে ২০২৫   বৈশাখ ১৯ ১৪৩২   ০৫ জ্বিলকদ ১৪৪৬

ইউটিউবে আসছে গেইমিং

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৭:৪১ পিএম, ৩ জুলাই ২০২৩ সোমবার

গুগল মালিকানাধীন ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব অভ্যন্তরীণভাবে অনলাইনে গেইম খেলার সুবিধা পরীক্ষা করছে।

সম্প্রতি গুগল কর্মীদের কাছে পাঠানো ইমেইল বার্তার উদ্ধৃতি দিয়ে প্রকাশিত প্রতিবেদনে মার্কিন বাণিজ্য প্রকাশনা ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, ‘প্লেয়েবলস’ নামের নতুন পণ্য পরীক্ষার উদ্দেশ্যে কর্মীদের আমন্ত্রণ জানিয়েছে কোম্পানি। এই পরীক্ষার অংশ হিসাবে থাকবে ‘স্ট্যাক গেইমস’-এর মতো আর্কেড গেইমও। প্রতিবেদনে আরও উল্লেখ রয়েছে, ইউটিউবের ওয়েব সংস্করণ, অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেম চালিত ডিভাইসগুলোতে এইসব গেইম খেলা যাবে। ইউটিউবের এক মুখপাত্র বলেন, দীর্ঘদিন ধরেই কোম্পানির মনোযোগ ছিল গেইমিংয়ে।