বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

স্বামীর সঙ্গে ওমরাহ হজে ফারজানা ব্রাউনিয়া

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:০২ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার

জনপ্রিয় উপস্থাপিকা ও সংগঠক ফারজানা ব্রাউনিয়া। সম্প্রতি তিনি বিয়ে করেছেন লে. জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দীকে। স্বামীর সঙ্গে পবিত্র ওমরাহ হজ পালন করেছেন ফারজানা।

জানা গেছে, সম্প্রতি এই দম্পতি সৌদি আরব যান। সেখানে ওমরাহ পালন করেছেন তারা। দোয়া চেয়েছেন নিজেদের দাম্পত্য জীবনের জন্য।


প্রসঙ্গত গেল নভেম্বরে বিয়ের পিঁড়িতে বসেন ফারজানা ও সারওয়ার্দী। ৬ নভেম্বর তাদের আকদ সম্পন্ন হয়। ১৬ নভেম্বর হয় বিয়ের নিবন্ধন।

উভয়ের পরিবারের সম্মতিতেই এ বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয় ২৬ নভেম্বর সেনাকুঞ্জে বিয়ের মূল অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে।

এর আগে ২০১৫ সালে মিরপুরে ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) দুই সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্স করার সময় সারওয়ার্দীর সঙ্গে পরিচয় হয় ফারজানার। এরপর কাজ করতে গিয়ে সম্পর্ক তৈরি হয়। সেই সূত্রেই পারিবারিকভাবে বিয়েতে আবদ্ধ হন তারা।