বুধবার   ১৯ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৪ ১৪৩২   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

বোয়িং-নির্ভরতা ভেঙে ১০ এয়ারবাস কিনছে বিমান বাংলাদেশ

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:২৩ এএম, ২০ জুন ২০২৩ মঙ্গলবার

এবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসে যুক্ত হচ্ছে ১০টি অত্যাধুনিক এয়ারবাস। এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। রয়টার্স

প্রতিবেদনে বল হয়, এক্ষেত্রে প্রাথমিকভাবে দুইটি এয়ারবাস যোগ হবে। বাকিগুলো পর্যায়ক্রমে বহরে আসবে। এয়ারবাসগুলো কেনার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। যাত্রী সেবায় এবার নতুন ও পুরাতন বিভিন্ন রুট চালু করতে ১০টি এয়ারবাস কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ উড়োজাহাজ কেনা হলে সেবার পরিসর বাড়ার পাশাপাশি বিমানে সক্ষমতা আরও কয়েক ধাপ বাড়বে বলে মনে করে বিমান প্রতিমন্ত্রী।

যুক্তরাষ্ট্র থেকে কেনা বোয়িংয়ের পর নতুন বিমানগুলো ফ্রান্সের এয়ারবাস কোম্পানির কাছ থেকে কেনা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমাদের বহরে সবগুলোই বোয়িং। প্রত্যেক দেশেই দেখবেন তাদের বহরে এয়ারবাস ও বোয়িং দুটোই রয়েছে। সবাই সেভাবেই চলছে। আমাদের বহরে এয়ারবাস ছিল না।

বর্তমানে বিমানবহরে উড়োজাহাজের সংখ্যা ২১টি। এর মধ্যে চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর, চারটি বোয়িং ৭৮৭-৮, দুটি বোয়িং ৭৮৭-৯, ছয়টি বোয়িং ৭৩৭ এবং তিনটি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ। ১০টি নতুন প্লেন যুক্ত হলে সংখ্যা দাঁড়াবে ৩১টি