বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪   বৈশাখ ২৬ ১৪৩১   ০১ জ্বিলকদ ১৪৪৫

আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:০৯ এএম, ১৭ জুন ২০২৩ শনিবার


আজকাল রিপোর্ট -
কানাডা থেকে আবার ধেয়ে আসছে দাবানলের ধোঁয়া। ইতোমধ্যেই এই ধোঁয়া গ্রাস করেছে মিনিয়াপলিসকে। শনিবার নাগাদ ধোঁয়া আবার নিউইয়র্কেও ছড়িয়ে পড়তে পারে বলে আভাস দেয়া হয়েছে। গত সপ্তাহের মতো আবারও নিউইয়র্কের আকাশ ধোঁয়ায় আচ্ছাদিত হয়ে কমলা রং ধারণ করতে পারে।  
এখন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে রয়েছে সীমান্তবর্তী স্টেট মিনেসোটার মিনিয়াপলিস ও অন্যান্য নগর-জনপদ। বুধবার বিকেল থেকেই অবনতি ঘটেছে আবহাওয়ার। বাযু দূষণ এখানে এখন চরম পর্যায়ে। ধোঁয়ায় ছাওয়া আকাশ এবং ব্যাপক বায়ু দূষণ গতকাল বৃহস্পতিবারও অব্যাহত ছিল এবং আজ শুক্রবার সকাল পর্যন্ত পরিস্থিতি অপরিবর্তিত থাকবে বলে মিনেসোটা পলিউশন কন্ট্রোল এজেন্সি থেকে জানান হয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস গতকাল বৃহস্পতিবার পাাঁচটি স্টেটের জন্য বায়ূ দূষণ সতর্কতা জারি করেছে। এর মধ্যে ইতোমধ্যেই আক্রান্ত মিনেসোটা ও উইসকনসিন ছাড়াও রয়েছে কানসাস, মিসৌরি এবং ইলিনয়। এই ধোঁয়া যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে উত্তর-পুব দিকে বিস্তার লাভ করতে পারে। আজ শুক্রবার এই ধোঁয়া ডেট্রয়েট ও ইন্ডিয়ানাপলিসকে গ্রাস করতে পারে। তবে তা নির্ভর করছে বাতাসের গতি প্রকৃতির ওপর। উল্লেখ্য, কানাডার এই দাবানল থেকে আসা ধোঁয়ার কারণে গত ৭ জুন নিউইয়র্ক সিটির বায়ূ দূষণের হার নেমেছিল বিশ্বের যে কোন শহরের তুলনায় সর্বনি¤œ পর্যায়ে।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত কানাডার কুইবেকের ১০৭টি দাবানল আগুনের বিস্তার ঘটাচ্ছিল। অন্টারিওতে জ্বলছে ৬৩টি দাবানল। আরো সব মিলিয়ে কানাডায় মোট সক্রিয় দাবানলের সংখ্যা এখন ৪৫১টি। এর মধ্যে ২২০টিকে নিয়ন্ত্রণের বাইরে বলে চিহ্নিত করা হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কানাডার এই দাবানলকে নজিরবিহীন বলে অভিহিত করেছেন। উষ্ণ ও শুষ্ক আবহাওয়ার কারণে ২০২৩ সালের এই গ্রীষ্ম মওসুমে কানাডায় আগুনের উপদ্রব সাধারণের চাইতে বেশি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে কানাডীয় সরকারের সংশ্লিষ্ট দফতর।