বুধবার   ১৯ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৪ ১৪৩২   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রিকসে যোগ দিচ্ছে বাংলাদেশ

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৩১ এএম, ১৭ জুন ২০২৩ শনিবার


 
বিশেষ প্রতিনিধি, ঢাকা থেকে -
সদস্য সংখ্যায় সম্প্রসারিত হতে চলেছে ব্রিকস। আগামী আগস্টে এর সদস্য হওয়ার আশাও করছে বাংলাদেশ। ব্রিকসের একাংশের রয়েছে, যুক্তরাষ্ট্র ও তার মুদ্রা ডলারের আধিপত্য মোকাবিলায় নতুন বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য। এসকল প্রেক্ষাপটে ব্লকটিতে যোগদানের সুবিধা-অসুবিধা কি হবে তা নিয়ে ভাবতে শুরু করেছেন বিশ্লেষকরা।  
গত বুধবার (১৪ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, এই বছরের আগস্টেই ব্রিকসের সদস্য হতে পারে বাংলাদেশ। এদিন জেনেভায় প্যালেস ডি নেশনসের দ্বিপক্ষীয় বৈঠককক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার মধ্যে বৈঠক হয়। এই বৈঠকের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্রিফিংয়ে বলেন, ব্রিকস ব্যাংক সম্প্রতি বাংলাদেশকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিল। ভবিষ্যতে এই জোটে যোগ দেওয়ার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানাবে ব্রিকস।
ব্রিকসে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা-বৈশ্বিক জিডিপিতে যাদের সম্মিলিত অবদান জি-৭ ভুক্ত ধনী দেশগুলোর চেয়েও বেশি। তাই এতে বাংলাদেশের যোগদানের সিদ্ধান্তকে বৈদেশিক সম্পর্ক ও মুদ্রা বহুমুখীকরণের উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
ব্রিকসে যোগ দিলে তাৎক্ষণিক সুবিধা কি কি পাওয়া যাবে-সেগুলো এই মুহূর্তে স্পষ্ট না হলেও, বিশ্লেষকরা মনে করেন, জোটটি যেহেতু যুক্তরাষ্ট্র এবং মার্কিন ডলারের আধিপত্য হ্রাসের লক্ষ্যে সক্রিয়ভাবে সম্প্রসারিত হচ্ছে তাই মধ্য থেকে দীর্ঘমেয়াদি সুবিধা পাওয়া যাবে।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়াকে ব্রিকসে যোগদানের আমন্ত্রণ করা হয়েছে। আগামী আগস্ট মাসে দক্ষিণ আফ্রিকায় ব্রিকসের সম্মেলনে এসব দেশ জোটটিতে যোগ দিতে পারে।
বিশ্বের উন্নয়নশীল অর্থনীতিগুলোর বৃহত্তম জোট হওয়ার পাশাপাশি তাদের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব-প্রতিপত্তির আলোকে এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন গবেষণা সংস্থা- সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-র সম্মানীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, ব্রিকসে যোগ দিলে এসব দেশের সাথে সম্পর্ক আরও গভীর হবে বাংলাদেশের। বৈদেশিক সম্পর্কে আরও বৈচিত্র্য আনার সহায়ক হবে। ব্রিকস দেশগুলোর মধ্যে, চীন ও ভারত বাংলাদেশের শীর্ষ দুই বাণিজ্য অংশীদার, আমদানির প্রায় ৪০ শতাংশই এ দুই দেশ থেকে করা হয়।
সম্প্রতি চীনের সাংহাইয়ে ব্রিকসের গঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)-র বার্ষিক সভার সাইডলাইনে আয়োজিত এক অনুষ্ঠানে প্যানেল আলোচনায় অংশ দেন অধ্যাপক মুস্তাফিজুর। তিনি জানান, অক্টোবরে বিকল্প মুদ্রা চালুর বিষয়টি বিবেচনা করছে এনডিবি; এতে বাংলাদেশও তার মুদ্রা এবং মার্কিন ডলারের বাইরে বৈদেশিক মুদ্রা রিজার্ভ বহুমুখীকরণে সুবিধা পাবে।  
এরমধ্যেই ২০২১ সালে এনডিবির সদস্য হয়েছে বাংলাদেশ। অধ্যাপক মুস্তাফিজ মনে করেন, এবার ব্রিকস সদস্য হলে এই ব্যাংকের তহবিল পাওয়াসহ বিভিন্ন বিষয়ে নিজস্ব মতামত তুলে ধরার বাড়তি শক্তি পাবে বাংলাদেশ।