বিশ্ব গণমাধ্যমে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়ের খবর
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:৫৭ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের ইতিহাস সৃষ্টি করেছে আওয়ামী লীগ। দলটির এ হ্যাট্রিক জয়ের মাধ্যমে শেখ হাসিনাও চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পথে।
বাংলাদেশের ইতিহাসে অংশগ্রহণমূলক নির্বাচনে কোনো দল এর আগে এত বড় জয় পায়নি। আর এ জন্যই বাংলাদেশের নির্বাচনকে বিশেষ গুরুত্ব দিয়ে খবর প্রকাশ করেছে বিশ্ব মিডিয়া। দেশীয় গণমাধ্যমগুলোর পাশাপাশি আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও প্রধান শিরোনামে স্থান পেয়েছে আওয়ামী লীগের বিজয়ের খবর।
কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার ওয়েবসাইটে প্রকাশিত প্রধান শিরোনামে শেখ হাসিনার বিজয় নিয়ে লেখা হয়- বাংলাদেশের ক্ষমতাসীন দলের নিরঙ্কুশ জয়। বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত খবরের শিরোনাম হলো- নির্বাচনে শেখ হাসিনার বড় বিজয়।
ভারতের এনডিটিভি এবং জি নিউজ বেশ গুরুত্ব দিয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিজয়ের খবর প্রকাশ করেছে। দুইটি গণমাধ্যমের ওয়েবসাইটেই শেখ হাসিনার ‘বিজয় চিহ্ন’ সম্বলিত ছবি প্রকাশি হয়েছে। এনডিটিভি’র শিরোনাম ছিলো- বাংলাদেশে শেখ হাসিনার নিরঙ্কুশ জয়। আর জি নিউজের খবরের শিরোনাম ছিলো- বিশাল জয়ের পথে শেখ হাসিনার আওয়ামী লীগ। ভারতের আরেক সংবাদ চ্যানেল উইয়ন নিউজ তাদের ওয়েবসাইটে বাংলাদেশের নির্বাচন নিয়ে শিরোনাম করেছে- প্রধানমন্ত্রী শেখ হাসিনার রেকর্ড চতুর্থ জয়। আর ভারতের আনন্দবাজার পত্রিকা লিখেছে- ইতিহাস সৃষ্টি করে বাংলাদেশে ফের ক্ষমতায় হাসিনা।
শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিজয়ের খবর প্রকাশিত করলেও নির্বাচনী সহিংসতার খবর প্রকাশ করেছে বিবিসি এবং দ্য গার্ডিয়ান। ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসির শিরোনাম হলো- বাংলাদেশ নির্বাচন: শেখ হাসিনা নতুন মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত। অন্যদিকে দ্য গার্ডিয়ানের শিরোনাম ছিলো- নির্বাচনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় জয়।
নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের খবর প্রকাশিত হয়েছে পাকিস্তানের প্রভাবশালী দৈনিক দ্য ডন পত্রিকায়। তাদের শিরোনাম- বাংলাদেশের শেখ হাসিনার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত।
